এবার রাজের সঙ্গে জুটি বাঁধছেন ইধিকা!
বাংলা চলচ্চিত্রে সাম্প্রতিক কালের জনপ্রিয় অভিনেতা শরীফুল রাজ। পরাণ, হাওয়া ও দামাল দিয়ে পরিচালকদের নিকট নিজের চাহিদা বাড়িয়েছেন। যদিও মাঝে অভিনেত্রী পরীমনির সঙ্গে দাম্পত্য জীবনের অবসান ও নানা তর্কে সিনেমা থেকে কিছুদিন দূরে থাকলেও গণমাধ্যমের আলোচনায় ছিলেন শরিফুল রাজ। কিন্তু এ নিয়ে রাজ মিডিয়াতে কখনো মুখ খুলেননি। তবে নিজেই এবার চমক জাগানিয়া খবর নিয়েই হাজির হয়েছেন মিডিয়াপাড়ায়।
খবরটি হলো, ‘প্রিয়তমা’ খ্যাত...