নির্বাচনী গানে ফজলুর রহমান বাবু ও সালমা
সরকারের সাফল্য নিয়ে নির্বাচনী গানে কণ্ঠ দিয়েছেন অভিনেতা-গায়ক ফজলুর রহমান বাবু ও সঙ্গীতশিল্পী সালমা। পালা গানের আদলে তৈরি গানটির শুটিংয়ে তারা অংশ নিয়েছেন। গত মঙ্গলবার গানটির শুটিং হয়েছে মানিকগঞ্জের বিভিন্ন লোকেশনে। সালমা জানান, এটি একটি নির্বাচনী গান। জনসচেতনতার গানও বলতে পারেন। আমি আর বাবু ভাই গানটি গেয়েছি। সঙ্গে আছেন আমাদের যন্ত্রীদল। কাজটি অনেকটা পালাগানের আদলে হচ্ছে। এই গানচিত্রের মাধ্যমে দেশের...