নোবেলকে মাদক দিতেন এক নারী এয়ার হোস্টেস, দাবী প্রাক্তন স্ত্রীর
২১ মে ২০২৩, ১০:০৬ এএম | আপডেট: ২১ মে ২০২৩, ১০:০৬ এএম
আন্তর্জাতিক রুটে চলাচল করা বিমানের একজন নারী এয়ার হোস্টেস গায়ক মাঈনুল আহসান নোবেলকে মাদক সরবরাহ করে বলে অভিযোগ করেছেন তার প্রাক্তন স্ত্রী সালসাবিল মাহমুদ। শনিবার (২০ মে) প্রতারণা মামলায় নোবেলকে গ্রেপ্তারের পর তার প্রাক্তন স্ত্রী সালসাবিলকে মিন্টো রোডে ডাকে ডিবি। সেখানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান তিনি।
নোবেলের সঙ্গে যুক্ত মাদক চক্র ও নারী সম্পৃক্ততা নিয়ে সালসাবিল বলেন, ‘মেয়ে সম্পৃক্ততা আমি কখনও দেখিনি তাকে। কিন্তু তাদের চক্রে একটা এয়ার হোস্টেস চক্র কাজ করে, যেখান থেকে একজন তার সঙ্গে যোগাযোগ রাখে এবং যত ধরণের মাদক সে তাকে সাপ্লাই দেয়।’
তবে সেই এয়ার হোস্টেসের নাম বলতে চাননি তিনি। এর আগে একটি মাদক চক্রকে ইঙ্গিত করে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন সালসাবিল। এ কারণে তার কাছে লাগাতার থ্রেট দেয়া কল আসত বলেও জানান তিনি। নোবেলের মাদকে আশক্তি নিয়ে সালসাবিল বলেন, ‘আমি তার সঙ্গে সংসার করেছি সে খুব ভালো একজন মানুষ ছিল। কোনো একটা কারণে, কোনো একটা চক্রের মধ্যে পরে প্রচণ্ড পরিমানে মাদকাশক্ত হয়ে যায়। এরপরে তার ব্যবহারে পরিবর্তন আসে এবং সে অন্যরকম মানুষে পরিণত হয়, মাদকাশক্ত মানুষে পরিণত হয়। এরপর যে ঘটনাগুলো ঘটে, সেটা নেশার ফলশ্রুতিতে ঘটেছে।’
তার উপর নোবেল শারীরিক নির্যাতন করতো বলেও জানান সালসাবিল। তিনি বলেন, ‘আমাকে প্রচণ্ড পরিমানে মারধর করা হত, তখন আমি গুলশান থানায় একটা জিডি করেছিলাম। একদিন প্রচণ্ড যখন পরিমানে মারছে তখন আমি ৯৯৯-কল দেই। সেখানে ১০ মিনিটের মধ্যে পুলিশ চলে আসে, তখন তারা এসে নোবেলকে ঠেকিয়ে আমাকে বাঁচায়। তখন তারা নোবেলকে জিজ্ঞেস করে- কেন মারছেন। নোবেল তাদেরকে বলে- আমি আসলে অনেক ধরণের জিনিস খাই, আমার মাথা ঠিক থাকেনা আমি তাকে মারি।’
তিনি আরো বলেন, ‘এরপর ওখান থেকে আমাকে যখন উদ্ধার করা তখন আমি গুলশান থানায় একটা জিডি করি। এরপর আমি আর আইনগতভাবে এগোয়নি। কারণ আমি চাচ্ছিলাম কোনোভাবে সে নেশাটা থেকে বের হয়ে আসুক একটা সুস্থ জীবন যাপন করুক। আমার উদ্দেশ্য তাকে শাস্তি দেয়া ছিল না, আমার উদ্দেশ্য ছিল সে যেন ভালোভাবে জীবনযাপন করতে পারে।’
এদিকে নোবেলের বিরুদ্ধে কোনো মামলা না করলেও ডিবিতে মৌখিক অভিযোগ করেছেন বলেও জানান সালসাবিল।
এর আগে শনিবার (২০ মে) দুপুরেই রাজারবাগ পুলিশ লাইন্সে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেন, বিভিন্ন অনুষ্ঠানে যাওয়ার কথা বলে টাকা নিতেন গায়ক মাইনুল আহসান নোবেল। টাকা নিয়ে তিনি গান গাইতে যেতেন না। এমন এক অভিযোগে মামলা হয়। ওই মামলায় তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বিভাগ : বিনোদন
মন্তব্য করুন
আরও পড়ুন
‘চিকিৎসা নিতে করাচি যান, ভারতে নয়’, বাংলাদেশিদের ভিসা বাতিলের দাবি শুভেন্দুর
বৃষ্টির কবলে দ. আফ্রিকা-শ্রীলঙ্কা প্রথম টেস্ট
ইসকন দেশে নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে - বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন
আওয়ামী নেতাদের নির্দেশে চট্রগ্রামে নৈরাজ্য সৃষ্টির ব্যর্থ চেষ্টা
সাত কলেজ অনার্স প্রথম বর্ষের কালকের পরীক্ষা স্থগিত
নাঙ্গলকোট উপজেলা যুবদলের ১২ নেতাকর্মীর পদত্যাগ কমিটি বাতিলের দাবি
মহারাষ্ট্রে মুখ্যমন্ত্রী পদ নিয়ে মহা জট, ফড়নবিশকে জরুরি তলব দিল্লিতে
সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান ফখরুল ইসলামের
আইনজীবী সাইফুল হত্যাকারী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী বহিষ্কার
আইনজীবী হত্যার অবিলম্বে বিচার চাই -ইসলামী আন্দোলন ঢাকা জেলা দক্ষিণ
ফ্যাসিবাদের দোসর উগ্র হিন্দুত্ববাদী সংগঠন ইসকন’কে নিষিদ্ধ করা হোক আলহাজ হাফিজ সাব্বির আহমদ
ভারতের প্রেসক্রিপশনে ইসকন বাংলাদেশে অশান্তি করছে: হাসনাত
ডোমিনোজ পিৎজা এখন মহাখালীতে
বিএনপি জনগণের দল, 'ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন দিন' অধ্যক্ষ সেলিম ভূইয়া
ইসকন ভারতের হিন্দুত্ববাদী এজেন্ডা বাস্তবায়নে দাঙ্গা লাগানোর ষড়যন্ত্রে লিপ্ত দেশব্যাপী তীব্র নিন্দা ও প্রতিবাদের ঝড়
ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু
ইসকনের মিথ্যাচার ও ভারতীয় মিডিয়ার সিন্ডিকেট নিউজ
ঋণগ্রহীতা মারা যাওয়ার পর পাওনাদার তার পাওনা মাফ করে দেওয়া প্রসঙ্গে।
সংস্কারের প্রাসঙ্গিকতা
আওয়ামী লীগের ফিরে আসা কঠিন