সঙ্গীতশিল্পী নোবেলের যত বিতর্কিত কর্মকান্ড
২১ মে ২০২৩, ১০:৩৭ এএম | আপডেট: ২১ মে ২০২৩, ১০:৩৭ এএম
ওপার বাংলার জনপ্রিয় রিয়্যালিটি শো ‘সারেগামাপা’ থেকে উত্থান তার। আর তারপরই রাতারাতি দুই বাংলার সুপারস্টার হয়ে উঠলেন সঙ্গীতশিল্পী মাইনুল আহসান নোবেল। অন্য কেউ হলে হয়তো তরতর করে আরও উপরে উঠতেন। কিন্তু নোবেলের যেন এখান থেকেই শুরু হল অধঃপতন। একের পর এক বিতর্কে জড়ানো, কটূ মন্তব্য থেকে শুরু প্রতারণার অভিযোগ, তার ‘গুণ’-এর যেন শেষ নেই। অবশেষে শনিবার (২০ মে) সেই নোবেলই গ্রেফতার হলেন পুলিশের হাতে। আর সেই খবর প্রকাশ্যে আসার পর থেকেই নোবেলের পুরনো-নতুন, যাবতীয় বিতর্ক উঠে এল খবরের শিরোনামে।
২০১৯ সালে নোবেল প্রথম বিতর্কে জড়ালেন তাকে ‘সারেগামাপা’-তে তৃতীয় ঘোষণা করার পর। এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় নোবেল-ভক্তদের ক্ষোভ প্রকাশ করতে দেখা যায়। ভক্তদের পক্ষে এমন আচরণ খুব একটা অস্বাভাবিক নয়। প্রিয় মানুষকে নিয়ে তারা এমন করবেন, সেটাই স্বাভাবিক। কিন্তু যখন নোবেল স্বয়ং এই বিষয়ে মুখ খুললেন, তখনই শুরু হল আসল বিতর্ক। যে বিচারকরা একসময় তার চ্যাম্পিয়ন হওয়া নিয়ে সত্যিই আশাবাদী ছিলেন, জিততে না পেরে সেই বিচারকদেরই একহাত নিয়েছিলেন এই সঙ্গীতশিল্পী।
এরপর প্রকাশ্যে আসে আরও এক বিতর্কের ঘটনা। ‘সারেগামাপা’ চলাকালীন এক বিচারককে নাকি নোবেল বলেছিলেন, “আমার গান বিচার করার ক্ষমতা আপনার নেই।” এই ঘটনার পরে নাকি বেশ কিছুদিন জি বাংলা চ্যানেল কর্তৃপক্ষ নোবেলকে সাসপেন্ড করে রেখেছিল। অভিযোগ ওঠে, শুধু বিচারকদের সঙ্গেই নয়, ওই শোয়ের অন্যান্য প্রতিযোগীদের সঙ্গেও নোবেল নাক উঁচু ভাব নিয়ে চলতেন। কাউকেই বিশেষ একটা পাত্তা দিতেন না। এমনকী এও বলেছিলেন যে, বাংলাদেশের কোনও শিল্পীকেই তার যথাযোগ্য মনে হয় না।
এমনকি তিনি বাংলাদেশের জাতীয় সঙ্গীত নিয়েও মন্তব্য করেছিলেন। একটি টিভি চ্যানেলে লাইভ সাক্ষাৎকার দেওয়ার সময় নোবেল জাতীয় সঙ্গীত নিয়ে যা বলেছিলেন, তারপর গোটা দেশ তার উপর ক্ষুব্ধ হয়ে উঠেছিল। নোবেল বলেছিলেন, “আমি রবীন্দ্রনাথের লেখায় নয়, প্রিন্স মাহমুদের লেখায় আমার দেশকে বেশি ভালভাবে ব্যক্ত করা হয়েছে বলে মনে করি। কারণ এই গানটির সঙ্গেই বাংলাদেশের আসল আবেগ জড়িয়ে আছে। বাংলাদেশের সঙ্গে, বাংলার মানুষের সঙ্গে এই গানের আত্মিক যোগ অনেক বেশি। এমনকি জেমসের ‘বাংলাদেশ’ গানটি জাতীয় সঙ্গীত করা উচিত বলেই আমি মনে করি।” নোবেলের এই সাক্ষাৎকার দেখে গোটা দেশ ক্ষিপ্ত হয়ে ওঠে। এরপর থেকেই সেদেশের সঙ্গীত জগতে ক্রমশ তলিয়ে যেতে শুরু করেন নোবেল।
তারপরেও বিতর্কিত মন্তব্য করা থেকে বিরত থাকেননি নোবেল। যখনই তার কোনও গান মুক্তি পেয়েছে, ঠিক তার আগে কোনও না কোনও বিষয়ে মুখ খুলে নতুন নতুন বিতর্কের জন্ম দিয়েছেন তিনি। নিন্দকরা বলেন, আসলে উনি এগুলো ইচ্ছাকৃতভাবেই করেন। এটা গান মুক্তির আগে নেগেটিভ পাবলিসিটি। তবে নোবেল নিজের আবার একাধিকবার দাবি করেছেন যে, এগুলো তিনি নিজে বলেননি। তার ফেসবুক পেজ হ্যাক হওয়ার কারণেই এমনটি হয়েছিল। যদিও নোবেলের বারংবার এমন আচরণের কারণে কমবেশি ২৫টি গান বাতিল করে দিয়েছিল বাংলাদেশের এক রেকর্ডিং কোম্পানি। এমনকী বহু সিনেমা থেকেও বাদ গিয়েছে তার গান।
সম্প্রতি এই গায়ক ফের বিতর্কে জড়িয়েছিলেন এক কলেজের অনুষ্ঠানে। একেবারে মত্ত হয়ে স্টেজে উঠেছিলেন তিনি। তারপর গান গাওয়ার বদলে মাইক হাতে নিয়ে অসংলগ্ন আচরণ করছিলেন দর্শকদের সামনে। এরপরই ক্ষুব্ধ শ্রোতারা নোবেলের দিকে জুতো, জল ছুড়ে মারে। সঙ্গে সঙ্গে নামিয়ে নিয়ে যাওয়া হয় তাঁকে। বিষয়টিকে কেন্দ্র করে জোর বিতর্ক ছড়ায় দেশে। এরপরই তার প্রাক্তন স্ত্রী সালসাবেল নোবেলের বিরুদ্ধে মাদক সেবনের অভিযোগ আনেন। শুধু তাই নয়, এই মাদকের ব্যবসায় বাংলাদেশের বহু ক্ষমতাশালী ব্যক্তি জড়িত বলেও বিস্ফোরক অভিযোগ করেন। নেশা না ছাড়ার কারণেই সম্প্রতি তাদের বিবাহ বিচ্ছেদ হয়েছে বলেও জানিয়েছেন সালসাবেল।
অবশেষে শনিবার (২০ মে) নোবেলকে প্রতারণার অভিযোগে গ্রেফতার করলাম ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ। দিন দুয়েক আগে মতিঝিল থানায় দায়ের করা প্রতারণা মামলায় তাকে হাজতে ঢুকিয়েছে পুলিশ।
এইমুহূর্তে জেলবন্দি নোবেল। বিষয়টি নিয়ে বাংলাদেশের শিল্পী মহলও মুখে কুলুপ এঁটেছে। সোশ্যাল মিডিয়ায় কোনও প্রতিবাদ নেই নোবেল-ভক্তদের। কেউ কেউ বলছেন, এমনটাই হওয়ার ছিল। কিন্তু কেন?
তাদের দাবি, নোবেল খ্যাতি পেয়েছিলেন হঠাৎ করেই। কিন্তু তাতেই ধরাকে সরা জ্ঞান করতে শুরু করেছিলেন। অগ্রজ শিল্পীদের অপমান, কাছের মানুষদের সঙ্গে নোংরা ব্যবহার, সর্বোপরি নিজের সঙ্গীত, নিজের সাধনাকে যথোপযুক্ত সম্মান না দেওয়া- সবমিলিয়ে নোবেলের এই পরিণতি যেন খুবই স্বাভাবিক ছিল।
বিভাগ : বিনোদন
মন্তব্য করুন
আরও পড়ুন
তেঁতুলিয়া সাব-রেজিস্ট্রি অফিসে ব্যাপক অনিয়মের অভিযোগ
ফরিদপুরে সাংবাদিকের 'বাবা-মা' সহ তিনজনকে কুঁপিয়ে জখম
সেনা নয়, পিটিআই শুধুমাত্র সরকারের সাথে কথা বলছে: ব্যারিস্টার গহর
প্রায় ১৪ লাখ টন খাদ্য উদ্বৃত্ত বরিশালের দিগন্ত বিস্তৃত ফসলের মাঠে মাঠে আমন কাটার ধুম চলছে
ফেনীতে হত্যা মামলার আসামী তাঁতীলীগ নেতার বিরুদ্ধে বালু লুটের অভিযোগ
মির্জাপুর উপজেলা জামায়াতের সেক্রেটারির মায়ের ইন্তেকাল
সিরিয়ার নেতার সঙ্গে ফরাসি ও জার্মান পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
মতলবে ২শতাধিক দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীর মাঝে মজুমদার ফাউন্ডেশনের বৃত্তি প্রদান
ভৈরবে মধু সংগ্রহে ব্যস্ত খামারি মৌয়ালরা
নোয়াখালীতে টানা ৪০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পেল ২৫ শিশু-কিশোর
আদমদীঘিতে সবজির বাজারে ধস কৃষকের কপালে পরেছে দুশ্চিন্তার ভাঁজ
সরে দাঁড়ানো মানে অবসর নয়: রোহিত
জাতীয় সমবায় ইউনিয়নের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন শেখ
চট্টগ্রামে মাসব্যাপী ফুল উৎসব শুরু
স্বাধীনতা দিবস উপলক্ষে ১৮০ বিদেশিসহ ছয় হাজার বন্দীকে মুক্তি দিচ্ছে মিয়ানমার
শ্রীপুরে মাদক ব্যবসায়ী মায়ের সাথে জেলে গেল ৭ মাসের শিশু সাওদা
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মূল ভবন মঙ্গলবার উদ্বোধন করবেন প্রধান বিচারপতি
রূপপুরে ভবন থেকে লাফিয়ে রুশ নারীর মৃত্যু
সিডনিতে বোলারদের দিনে বুমরাহকে নিয়ে শঙ্কা
নববর্ষের আকাশে চাঁদ ও শুক্রগ্রহের মুগ্ধকর দৃশ্য