জীবন নামক রঙ্গমঞ্চকে বিদায় জানালেন কিংবদন্তি নাট্যকার মনোজ মিত্র
১২ নভেম্বর ২০২৪, ১২:৩৯ পিএম | আপডেট: ১২ নভেম্বর ২০২৪, ১২:৩৯ পিএম
মারা গেলেন ভারতীয় জনপ্রিয় লেখক, নাট্যব্যক্তিত্ব এবং অভিনেতা মনোজ মিত্র। মৃত্যুকালে এই বর্ষীয়ান অভিনেতার বয়স হয়েছিল ৮৬ বছর। মনোজের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন তার ভাই সাহিত্যক অমর মিত্র। এদিকে মনোজ মিত্রের এই প্রয়ানে গভীর শোক জানিয়েছেন নাট্যাঙ্গনের অনেকেই।
গুণী এই নাট্যকারের মৃত্যুতে অনেকের মতো শোকাভিভূত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটারে অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মুজাহিদুল রিফাত। গত বছর ঢাকা বিশ্ববিদ্যালয় ২৩ তম কেন্দ্রীয় বার্ষিকী নাট্যোৎসবে মনোজ মিত্র রচিত "মহাবিদ্যা" নাটকটি নির্দেশনা দিয়েছিলেন রিফাত। সেই স্মৃতি চারণ করে তিনি বলেন,
" আমি আসলে বিশ্বাসই করতে পারছি না যে মনোজ মিত্র নেই। তার সাথে আমার অনেক কথা হয়েছিল। জীবনে খুব ইচ্ছে ছিল অন্তত একবারের জন্য হলেও তার সাথে দেখা করবো, তা আর হলো না। এমনকি তিনি আমায় অনেকবার আসতেও বলেছিলেন কিন্তু আন্দোলনসহ নানা কারনে আর দেখা করা হয়নি। আমার সারা জীবনে এই আক্ষেপটা থেকেই যাবে।"
হাসপাতাল সূত্রে আগেই জানানো হয়েছিল, প্রবীণ এই নাট্যকারের হার্ট ঠিক মতো কাজ করছে না। ছিলনা রক্তচাপ নিয়ন্ত্রণে। এমনকি সোডিয়াম-পটাশিয়ামের ভারসাম্যহীনতাও দেখা দিয়েছিল। গুণী এই অভিনেতার চিকিৎসার জন্য মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছিল। কিন্তু চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে পৃথিবীর মায়া ত্যাগ করলেন তিনি।
প্রখ্যাত এই নাট্যকারের জন্ম হয়েছিল ১৯৩৮ সালের ২২ ডিসেম্বর অবিভক্ত বাংলার সাতক্ষীরা জেলার ধূলিহর গ্রামে। ১৯৫৮ সালে স্কটিশ চার্চ কলেজের দর্শন বিভাগ থেকে স্নাতক পাশ করেন তিনি। এই কলেজে পড়ার সময়েই নাটকের সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িয়ে পড়েন মনোজ। সেই সময় তিনি সঙ্গী হিসেবে পেয়েছিলেন বাদল সরকার, রুদ্রপ্রসাদ সেনগুপ্তদের। পরে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে দর্শন বিভাগে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন গুণী এই নাট্যকার।
বিখ্যাত এই বর্ষীয়ান অভিনেতা ১৯৫৭ সালে নাটকে অভিনয় শুরু করেন। ১৯৭৯ সালে সিনেমায় অভিষেক হয় মনোজের। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে নাট্যকলা বিভাগের অধ্যক্ষ হিসেবে যোগ দেওয়ার আগে বিভিন্ন কলেজে দর্শন বিষয়েও শিক্ষকতা করেছিলেন তিনি। তার রচিত প্রথম নাটক ‘মৃত্যুর চোখে জল’ লেখেন ১৯৫৯ সালে। তবে নাট্যকার হিসেবে খ্যাতি অর্জন করেন ১৯৭২-এ ‘চাক ভাঙা মধু’ নাটকের মাধ্যমে।
নাটকটি নির্দেশনা দিয়েছিলেন বিভাস চক্রবর্তী। তাঁর প্রতিষ্ঠিত নাট্যগোষ্ঠীর নাম ‘সুন্দরম’। মাঝে ‘সুন্দরম’ ছেড়ে ‘ঋতায়ণ’ নামে এক দল গড়লেও কিছু দিনের মধ্যে ‘সুন্দরম’-এই ফিরে আসেন তিনি। ‘অবসন্ন প্রজাপতি’, ‘নীলা’, ‘মৃত্যুর চোখে জল’, ‘সিংহদ্বার’, ‘ফেরা’-র মতো একাধিক দর্শক সমাদৃত নাটকের সঙ্গে জুড়েছিল মনোজের নাম।
উপমহাদেশের প্রখ্যাত নির্মাতা সত্যজিৎ রায়ের পরিচালনায় ‘গণশত্রু’ এবং ‘ঘরে বাইরে’-তেও অভিনয় ছাড়াও মূল ধারার একাধিক সিনেমায় পরিচিত মুখ ছিলেন মনোজ। নেতিবাচক চরিত্রে অভিনয় করেও দর্শকদের শ্রদ্ধা এবং সম্ভ্রম আদায় করে নিয়েছিলেন তিনি। তিনি সর্বমোট অভিনয় করেছেন ৫৭ টি সিনেমায়। যার মধ্যে উল্লেখযোগ্য সিনেমাগুলোঃ ‘৬১ নম্বর গড়পার লেন’, ‘উমা’, ‘প্রেম বাইচান্স’, ‘অমর সাথি’, ‘ভালোবাসি শুধু তোমাকে’, ‘আগুন’, ‘চক্র’, ‘দত্তক’, ‘হিংসা’, ‘আবির্ভাব’ ও ‘তুফান’ ইত্যাদি।
এছাড়াও মনোজ মিত্র রচিত উল্লেখযোগ্য নাটকঃ ‘চাকভাঙা মধু’, ‘দর্পণে শরৎশশী’, ‘নরক গুলজার’, ‘সাজানো বাগান’, ‘নৈশভোজ’, ‘চোখে আঙ্গুল দাদা’, ‘কাল বিহঙ্গ’, ‘অশ্বত্থথামা’, ‘মেশ ও রাখাল’, ‘অলকানন্দর পুত্রকন্যা’ ইত্যাদি।
বিভাগ : বিনোদন
মন্তব্য করুন
আরও পড়ুন
তিলকের সেঞ্চুরিতে টি-টোয়েন্টির নতুন বিশ্ব রেকর্ড গড়ে জিতল ভারত
বসুন্ধরা গ্রুপের চাকরি ছাড়লেন আবু সাঈদের দুই ভাই
মেন্ডিসের রেকর্ড গড়া সেঞ্চুরিতে জয়ে শুরু শ্রীলঙ্কার
রিয়েলিটি শো’র প্রধান বিচারক নাজনীন হাসান খান
অনেক দিন পর সায়ানের একক কনসার্ট
ছাত্র আন্দোলনে ফারুকী ভাইকে মাঠে দেখিনি-হিরো আলম
ঈশ্বরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে তিন চোর আটক
আসিফের গানের মডেল গণবিপ্লবের ভাইরাল কন্যা সিঁথি
গাজায় যুদ্ধ শেষ করার সময় এসেছে : অ্যান্টনি ব্লিঙ্কেন
বন্য হাতির সুরক্ষা নিশ্চিতে কাজ করছে সরকার : পরিবেশ উপদেষ্টা
সরকারি কৌঁসুলির নিয়োগে অনিয়মের অভিযোগে পটুয়াখালীতে আইনজীবীদের বিক্ষোভ মিছিল
সরকারি অফিসে দায়িত্বপ্রাপ্ত লোকদের দিয়ে কাজ করানোর পর বখশিশ দেওয়া প্রসঙ্গে?
শিক্ষা প্রশিক্ষণের সর্বস্তরে ইসলাম ও নৈতিক শিক্ষা অত্যাবশ্যক
আল্লামা আলহাজ¦ আবুবকর সিদ্দিকি ফুরফুরাভীর জীবন ও কর্ম
মালয়েশিয়ার শ্রমবাজারে আবারও সিন্ডিকেটের আশঙ্কা রামরুর আলোচনা সভায় নেতৃবৃন্দ
আখেরাতের বাসিন্দা মানুষ মুসাফির দুনিয়ায়
হযরত রাসূল (সা) ঃ আধার রাতে,আলোর প্রদীপ
প্রশ্ন: মসজিদে পানাহারের শরয়ী বিধান কি?
নোয়াখালীতে বিএনপির তিন নেতাকে দল থেকে অব্যাহতি
পঙ্গু হাসপাতালের সামনের সড়কে জুলাই বিপ্লবে আহতদের অবরোধ