টিআরপিতে সেরার আসন ধরে রাখল ফুলকি
অধীর আগ্রহে কথা-ফুলকিদের সাপ্তাহিক রিপোর্ট কার্ডের জন্য অপেক্ষা করছিল ভক্তরা। গত কয়েক সপ্তাহ ধরেই টেলিভিশনের সার্বিক রেটিং তলানিতে। এর কারণে হিসাবে কেউ বলছেন ওটিটিতে সিরিয়াল দেখার ঝোঁক, আবার কেউ দুষছেন পাইরেসিকে। সিরিয়ালের এপিসোড টিভিতে আসবার আগেই ভাইরাল হচ্ছে ফেসবুকে, সেখানে লক্ষ লক্ষ ভিউজ ফুলকি, নিমফুলের মধুর। চলতি সপ্তাহের টিআরপি তালিকায় নজর বোলানোর আগে জানা দরকার, এই সপ্তাহেই শেষ হচ্ছে জি...