কনসার্ট করতে দুই ভাইবোন যুক্তরাষ্ট্রে
সঙ্গীত জগতের দুই ভাইবোন বাদশা বুলবুল ও ডলি সায়ন্তনী একসঙ্গে যুক্তরাষ্ট্রে গিয়েছেন। সেখানে তারা একসঙ্গে কনসার্ট করবেন। এরইমধ্যে একটি কনসার্টে অংশও নিয়েছেন বাদশা বুলবুল। ৫ জুলাই আলেকজান্দ্রিয়ায় প্রথম কনসার্টে অংশ নেবেন ডলি। ডলি জানান, দেশে দুই ভাইবোন কনসার্ট ও টিভি শো করেছি বহুবার। আসলে ভাইয়ার সঙ্গে স্টেজে উঠলে আলাদা লাগা কাজ করে। আশা করছি, এবারের যুক্তরাষ্ট্র সফরটা উপভোগ্য হবে।