তারিনকে কলকাতার নেটিজেনদের হুমকি!
গত ঈদ দেশের একটি চ্যানেলে ‘রাঁধুনী এপার ওপারের রান্না’ নামে একটি অনুষ্ঠান প্রচার হয়। তারিন জাহনের উপস্থাপনায় এতে অতিথি হয়ে আসেন কলকাতার অভিনেত্রী সুদীপা চট্টোপাধ্যায়। অনুষ্ঠানে সুদীপা গরুর গোশতের কোপতা কিভাবে বানাতে হয়, তার রেসিপি তুলে ধরেন। আর এতেই তারিন ও সুদীপার ওপর ক্ষেপেছে পশ্চিমবঙ্গের নেটিজেনরা। তাদের কেউ কেউ দুজনকে হুমকিও দিয়েছে। হিন্দু হয়ে গরুর গোশত রান্নার জন্য সুদীপাকে জ্যান্ত...