ঈদে বিটিভিতে জমজমাট সঙ্গীতানুষ্ঠান
শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী ফাহমিদা নবী ও কৃষ্ণকলি ঈদুল আজহা উপলক্ষে বিটিভিতে প্রচারিতব্য বিশেষ সঙ্গীতানুষ্ঠানে একক গান পরিবেশন করবেন। ঈদের ৩য় দিন বিকাল ৪টায় প্রচার হবে ফাহমিদা নবীর একক সঙ্গীতানুষ্ঠান। ফেরদৌস বাপ্পির উপস্থাপনায় ও সাদিকুল ইসলাম নিয়োগি পন্নীর প্রযোজনায় অনুষ্ঠানটির নাম ‘লুকোচুরি গল্প’। ‘কে তুমি’, ‘তুমি কখন এসে’, ‘সবটুকু নিয়ে যেওনা’, ‘লুকোচুরি গল্প’সহ মোট ৯টি গান গাইবেন তিনি। এছাড়াও উপস্থাপকের সঙ্গে মেতে...