মালাইকার বিচ্ছেদের খবর মিথ্যা
মালাইকা-অর্জুনের সম্পর্ক ভেঙ্গে গেছে, শুক্রবার এই গুঞ্জন ছিল সামাজিক মাধ্যম ও গণমাধ্যমগুলোর আলোচনায়। কিন্তু মালাইকা অরোরার ম্যানেজার জানিয়েছেন, তারা একসঙ্গেই আছেন এবং সুখে আছেন। বিচ্ছেদের গুঞ্জন মূলত শুরু হয় অর্জুন কাপুর বেড়াতে গিয়ে নিজের কিছু ছবি পোস্ট করার পরে। মালাইকা সাথে নেই কেন, তা নিয়ে প্রশ্ন তোলেন নেটিজেনরা। এরপর মালাইকাকেও এক পার্টিতে একাই যেতে দেখা গেছে। এতে গুঞ্জনের আগুনে ঘি...