দীর্ঘদিন পর নাটকে ফিরছেন স্পর্শিয়া
অভিনেত্রী অর্চিতা ¯পর্শিয়া এখন নাটকের কাজ করছেন না বললেই চলে। তার অভিনয়ে শেষ কবে কোন নাটক প্রচার হয়েছে, সেটা খুঁজে বের করা কঠিন। তাবে দীর্ঘদিন পর এবারের ঈদে বিশেষ একটি নাটকে অভিনয় করেছেন তিনি। নাটকটির নাম ‘নূর’। এতে তার বিপরীতে আছেন মুশফিক আর ফারহান। নাটকের গল্প ম্যাক্স নামের এক পোষ্য কুকুরকে কেন্দ্র করে আবর্তিত হবে। সিএমভি’র ব্যানারে নাটকটি নির্মাণ করেছেন...