আটকে গেল ‘মিশন ইম্পসিবল’-এর নির্মাণ
যারা ‘মিশন ইম্পসিবল’ সিরিজের সর্বশেষ কিস্তি ‘ডেড রেকনিং’ দেখেছেন, জানেন যে ছবির গুরুত্বপূর্ণ একটি অংশ সাবমেরিন। সিরিজের গল্পের পরবর্তী অংশের শুটিংও হচ্ছে সত্যিকারের সাবমেরিনে। আর সেখানেই ঘটেছে বিপত্তি। ফিল্ম স্টোরিজের এক প্রতিবেদন অনুসারে, আড়াই কোটি ডলারে নির্মিত সত্যিকারের সাবমেরিনে হওয়ার কথা ‘ডেড রেকনিং: পার্ট টু’র শুটিং। কিন্তু সম্প্রতি সাবমেরিনে জটিলতার কারণে কয়েক সপ্তাহ পিছিয়ে গেছে চলতি লটের শুটিং। হলিউডের ধর্মঘটসহ...