কৌশাম্বী চক্রবর্তীকে বিয়ে করছেন আদৃত রায়?
বিচ্ছেদের গুঞ্জন উড়িয়ে অভিনেত্রী কৌশাম্বী চক্রবর্তী সঙ্গে বিয়ের পিঁড়িতে জনপ্রিয় অভিনেতা আদৃত রায়। মিঠাই ধারাবাহিকের পর তেমনভাবে নতুন কোন কাজ শুরু না করলেও জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছেন আদৃত। জি বাংলার মিঠাই ধারাবাহিক চলাকালীন নায়কের প্রেম নিয়ে কম পানি ঘোলা হয়নি, সেই সময় শোনা গেছিল, ডিসেম্বর মাসেই ১১ বছরের প্রেমিকা সুপ্রিয়া ম-লের সঙ্গে চার হাত এক করতে চলেছেন বং...