মির্জাপুর থ্রি-তে ফিরবে না দিব্যেন্দু রূপায়িত মুন্না!
চলতি মাসেই অ্যামাজন প্রাইম ভিডিও-য় প্রিমিয়ার হতে চলেছে ‘মির্জাপুর সিজন ৩’-র বর্তমানে চর্চার কেন্দ্রবিন্দুতে রয়েছে ‘মির্জাপুর সিজন ৩’। আসলে ভক্তরা এই অ্যাকশন ক্রাইম থ্রিলারের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন। এমনিতে কলিন ভাইয়া-রূপী পঙ্কজ ত্রিপাঠী তো সকলের মন জিতে নিয়েছেন। অ্যামাজন প্রাইম ভিডিও-র এই থ্রিলারের প্রথম দুই সিজন বিশাল হিট হয়েছে। তবে শোনা যাচ্ছে, তৃতীয় সিজনে নাকি দিব্যেন্দু শর্মা থাকছেন...