হরিয়ানা থেকে লোকসভা ভোটে লড়ছেন সঞ্জয় দত্ত! কোন দলের প্রার্থী?
সুনীল দত্ত ছিলেন কংগ্রেস আমলের (মনমোহন সিং) মন্ত্রী। তবে বাবা কংগ্রেস পার্টির হয়ে দীর্ঘদিন রাজনীতি করলেও গত জানুয়ারি মাসে রামমন্দির নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছিলেন ‘সঞ্জুবাবা’। বলেছিলেন, “খুব ভালো একটা বিষয়।” শুধু তাই নয়, ‘জয় ভোলানাথ’ স্লোগানও দিতে দেখা যায় অভিনেতাকে। এবার চব্বিশের লোকসভা ভোটের মুখে আচমকাই জল্পনা তুঙ্গে, সঞ্জয় দত্ত নির্বাচনী লড়াইয়ে নামছেন!
জানা গিয়েছে, হরিয়ানার যমুনানগর কেন্দ্র থেকে প্রার্থী হচ্ছেন...