আনন্দ আলো ভ্রমণ সাহিত্য পুরস্কার পেয়েছেন গীতালি হাসান
গত ৪ এপ্রিল চ্যানেল আই কার্যালয়ে ভারসেটাইল ট্রাভেলস আনন্দ আলো ভ্রমণ সাহিত্য পুরস্কার প্রদান উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রথমবারের মতো এই পুরস্কার পেয়েছেন বিশিষ্ট লেখিকা গীতালি হাসান। বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা, বিশিষ্ট ভ্রমণ লেখক ইফতেখারুল ইসলাম, ফরিদুর রহমান, ভ্রমণ গদ্যের সম্পাদক মাহমুদ হাফিজসহ অন্যান্য অতিথিবর্গ গীতালি হাসানের হাতে পুরস্কার তুলে দেন। স্বাগত বক্তব্য রাখেন চ্যানেল...