শোভনের সঙ্গে সুইডেনে সোহিনীর বাগদান!
অভিনেত্রী সোহিনী সরকার ও গায়ক শোভন গঙ্গোপাধ্যায়ের প্রেমের খবর অনেকেরই জানা। দিন কয়েক আগেই সুইডেন ঘুরে এলেন তাঁরা। বরফের দেশ থেকে ফেরার পর গায়কের ডান হাতের অনামিকায় অনেকেই একটি আংটি লক্ষ্য করেন। তার পর থেকে জোর গুঞ্জন, বিদেশে ঘুরতে গিয়েই নাকি শোভনের সঙ্গে বাগদান সেরেছেন সোহিনী! প্রেমে পড়া থেকে বিয়ের পরিকল্পনার জল্পনা নিয়ে মুখ খুললেন অভিনেত্রী। গত বছরের শেষেই প্রকাশ্যে...