নতুন জীবন শুরু করলেন অনুপম-প্রস্মিতা
ফের বিয়ে করলেন ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী অনুপম রায়। পাত্রী গায়িকা প্রস্মিতা পাল। এলাহি আয়োজন নয়, বরং সাদামাঠা ভাবেই শনিবার (২ মার্চ) তৃতীয় বিয়ে সারলেন তারা। ঘনিষ্ঠ বন্ধু বান্ধব ও আত্মীয় পরিজনদের উপস্থিতিতেই নতুন অধ্যায় শুরু করলেন অনুপম-প্রস্মিতা। তাদের বিয়েতে বুক করা হয়েছিলো দক্ষিণ কলকাতার একটি ক্লাব। সেখানেই নতুন দম্পতি অনুপম রায় এবং গায়িকা প্রস্মিতা পালকে শুভেচ্ছা জানাতে উপস্থিত ছিলেন আমন্ত্রিতরা।
কাজের...