নতুন রূপে পর্দায় ফিরছেন ‘শক্তিমান’ মুকেশ খান্না
আমার প্রজেক্ট মার্শাল একজন অবসরপ্রাপ্ত ‘র’ অফিসারের গল্প। গল্পটি ৮-১০ পর্বের উপরে বলা হবে। আমি যদি এটা নিয়ে সিনেমা বানাতাম, তাহলে এটা তৈরি করতে আরও বেশি সময় লাগত। আমি আর অপেক্ষা করতে চাইনা। আমি শীঘ্রই এটা তৈরি করে প্রকাশ করার আশায় রয়েছি। পর্দায় ফিরছেন একসময়ের জনপ্রিয় ‘শক্তিমান’। নাহ, এবার আর তিনি ‘শক্তিমান’ নন, এবার তিনি একজন অবসরপ্রাপ্ত র অফিসার ‘মার্শাল’।...