বিশ্ব আসরে ফিরতে চলেছে একসময়ের জনপ্রিয় ব্যান্ড লিনকিন পার্ক
"লিনকিন পার্ক" বিংশ শতাব্দীর প্রজন্মের কাছে পার্ক অত্যন্ত জনপ্রিয় নাম। বিশেষ করে ব্যান্ডটির গানগুলো— নাম্ব, হেভি, এবং ইন দ্য এন্ড ভক্তদের হৃদয়ে আলাদা স্থান করে নিয়েছে। যদিও ব্যান্ডটির লিড ভোকালিস্ট চেস্টার বেনিংটনের অকাল মৃত্যুর পর ব্যান্ডটির পথ একসময় থমকে যায়।
লিড ভোকালিস্টে হারিয়ে ব্যান্ডটি একপ্রকার দিশেহারাই হয়ে গিয়েছিল। অবশেষে সাত বছর পর সহকর্মীর শোক কাটিয়ে নতুন সদস্য এমিলি আর্মস্ট্রং এবং কলিন...