চলচ্চিত্র নির্মাণ আমার মূল লক্ষ্য :রানা মাসুদ
বিজ্ঞাপন নির্মাতা রানা মাসুদ এ পর্যন্ত প্রায় ৫ শতাধিক বিজ্ঞাপনচিত্র নির্মাণ করেছেন। যার বেশিরভাগই শীর্ষস্থানীয় কো¤পানির। এরমধ্যে উল্লেখযোগ্য বিজ্ঞাপনচিত্রগুলো হচ্ছে, পারটেক্স, প্রাণ আরএফএল ওয়াটার পা¤প, রুচি চানাচুর, রুচি ডাল, রুচি আচার, গোয়ালিনী কন্ডেন্সড মিল্ক, আরসি কোলা, ইসলামি ব্যাংক, ড্যনিশ কন্ডেন্সড মিল্ক, ড্যানিশ গুঁড়া মসলা, জিরা পানি, আড়ং মিল্ক ইত্যাদি। তার বিজ্ঞাপনচিত্রে মডেল হয়েছেন নোবেল, চিত্রনায়িকা মৌসুমী, পূর্ণিমা, বিদ্যা সিনহা মীম,...