বাংলাদেশে আসছেন পাকিস্তানের শ্রোতাপ্রিয় শিল্পী আইমা বেগ
পাকিস্তানের বর্তমান প্রজন্মের জনপ্রিয় কণ্ঠশিল্পী আইমা বেগ প্রথমবারের মতো বাংলাদেশে কনসার্ট করতে আসছেন। ইয়ামাহা মিউজিকের আয়োজনে আগামী ১২ এপ্রিল ওয়ান ট্রু সাউন্ড গ্রান্ড’ শিরোনামের কনসার্টে গান গাইবেন তিনি। কনসার্টটি অনুষ্ঠিত হবে ঢাকা ক্যান্টনমেন্টের সেনা প্রাঙ্গণে। ইয়ামাহা মিউজিকের পক্ষ থেকে জানানো হয়েছে, কনসার্টটি নিয়ে ইতোমধ্যে সব ধরনের আয়োজন স¤পন্ন হয়েছে। শিগগিরই অনলাইনে টিকিট ছাড়া হবে। আইমা বেগ ১৯৯৫ সালে লাহোরে জন্মগ্রহণ...