বিএনএম থেকে ভালো অফার পেয়েছি -সায়ন্থনী
এবার ‘কিংসপার্টি’ হিসেবে পরিচিত বিএনম-এ যোগ দিয়েছেন সঙ্গীতশিল্পী ডলি সায়ন্থনী। যোগ দিয়েই তিনি পাবনা-২ আসন থেকে জাতীয় নির্বাচনে প্রার্থী হয়েছেন। গত সোমবার বিকাল ৩টায় তিনি দলটিতে যোগ দেন। বিএনএম-এ কেন যোগ দিয়েছেন এমন প্রশ্নের জবাবে ডলি সায়ন্থনী বলেছেন, বিএনএম থেকে আমাকে ভালো একটা অফার করা হয়েছিল। আমাদের শোবিজ ইন্ডাস্ট্রির অনেকেই তো রাজনীতিতে যোগ দিয়েছেন। ভেবে দেখলাম, একটা ভালো অফার যখন...