আজ চিত্রাঙ্গদা’র দু’টি প্রদর্শনী
নাট্যসংগঠন স্বপ্নদলের দেশ-বিদেশে প্রশংসিত প্রযোজনা কাব্যনাট্য ‘চিত্রাঙ্গদা’র ১০১ ও ১০২তম মঞ্চায়ন অনুষ্ঠিত হবে আজ সন্ধ্যা সাড়ে পাঁচটা এবং সন্ধ্যা সাড়ে সাতটায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটারে। রবীন্দ্রনাথ ঠাকুরের চিরায়ত সৃষ্টি ‘চিত্রাঙ্গদা’র গবেষণাগার নাট্যরীতিতে নির্দেশনা দিয়েছেন জাহিদ রিপন। অভিনয় করেছেন সোনালী, জুয়েনা, শিশির, শ্যামল, অর্ক, সুমাইয়া, সামাদ, ঊষা, জেবু, আলী, বিপুল, নিসর্গ, হাসান, সুকুমার, তুষার, রাজীব, বিমল, অনিন্দ্য প্রমুখ।