কিংবদন্তি অভিনেত্রী-নৃত্যশিল্পী চিটা রিভেরা মারা গেছেন
যুক্তরাষ্ট্রের থিয়েটারের কিংবদন্তি অভিনেত্রী চিটা রিভেরা মারা গেছেন। গত সপ্তাহে তাঁর মৃত্যু হয়েছে। তাঁর বয়স হয়েছিল ৯১ বছর। দুইবার টনি অ্যাওয়ার্ডজয়ী এই তারকা মৃত্যুর আগে কিছুটা অসুস্থ ছিলেন বলে জানা গেছে। ব্রডওয়ে প্রোডাকশন (মঞ্চ নাটক) ‘ওয়েস্ট সাইড স্টোরি’র মূল চরিত্র আনিতা কিংবা ‘কিস অব দ্য স্পাইডার ওমেন’র নামভূমিকায় অভিনয় করেছেন এই অভিনেত্রী, গায়িকা ও নৃত্যশিল্পী। তার মৃত্যুর খবরটি নিশ্চিত করে...