এবার ‘দরদিয়া’য় জুটি বাঁধলেন পূজা-আদর
আবারও একসঙ্গে জুটি বাঁধলেন আদর আজাদ ও পূজা চেরি। সম্প্রতি নতুন সিনেমা ‘দরদিয়া’য় দুজনই চুক্তিবদ্ধ হয়েছেন। এর আগে ‘নাকফুল’ ও ‘লিপস্টিক’ সিনেমাতে জুটি বেঁধে অভিনয় করেছেন তারা। নাইনটিজের গল্প নিয়ে নির্মিত হবে ‘দরদিয়া’। এটি রোমান্টিক ট্রাজেডি থিলার গল্পের সিনেমা হবে। যে গল্পে থাকবে প্রেম, বিরহ ও সম্পর্কের বৈচিত্র্যময় টানাপোড়েন।
সিনেমাটি প্রসঙ্গে আদর আজাদ বলছেন, ‘‘গল্পটিতে রোমান্স, থ্রিলার ও ট্রাজেডি হাত ধরাধরি...