"পাম স্প্রিংস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ সন্মাননা পেতে যাচ্ছেন নিকোল কিডম্যান"
বিখ্যাত অভিনেত্রী নিকোল কিডম্যান তার "বেবিগার্ল" সিনেমায় অসাধারণ অভিনয়ের জন্য আগামী বছর পাম স্প্রিংস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে একটি বিশেষ সম্মাননা পেতে যাচ্ছেন। দ্য হলিউড রিপোর্টারের মতে, নিকোলকে আগামী ৩রা জানুয়ারি জমকালো ঐ উৎসবে আন্তর্জাতিক তারকা পুরস্কারে ভূষিত করা হবে। অনুষ্ঠানটি চলবে ২ জানুয়ারি থেকে ১৩ জানুয়ারি পর্যন্ত চলবে।
উৎসবের চেয়ারম্যান, নাচাত্তার সিং চান্ডি, সম্প্রতি এক বিবৃতিতে নিকোল কিডম্যানকে অভিনন্দন জানিয়ে বলেন,...