"নাচতে গিয়ে আহত অভিনেত্রী লহমা, নেওয়া হয়েছে হাসপাতালে"
ওপার বাংলার উঠতি তারকা লহমা ভট্টাচার্য। অভিনয় জগতে তার ক্যারিয়ার শুরু হয় ২০২২ সালে সুপারস্টার জিৎের বিপরীতে "রাবন` সিনেমায় অভিনয়ের মাধ্যমে। তারপর বেশ কিছুদিন ধরে আলোচনার বাইরেই ছিলেন লহমা। তবে আজকে আবারও খবরের শিরোনাম হয়েছেন তিনি।
জানা যায়, হাসপাতালে ভর্তি রয়েছেন অভিনেত্রী লহমা ভট্টাচার্য। এমন খবর ছড়িয়ে পড়তেই অনুরাগীদের কপালে চিন্তার ভাঁজ। এমনকি অনলাইনে অভিনেত্রীর হাতে স্যালাইন লাগানো একটি ছবি ইতোমধ্যেই ভাইরাল হয়েছে।
এ...