পরলোকে অভিনেত্রী টেরি গার
টেরি গাঁর। টেলিভিশন ও সিনেমায় হাস্যরসাত্মক চরিত্রে আমেরিকার এই অভিনেত্রীর অভিনয় দর্শকের হৃদয় ছুঁয়েছে বারবার। তাঁর ‘ইয়াং ফ্র্যাঙ্কেনস্টাইন’, ‘ক্লোজ এনকাউন্টারস অফ দ্য থার্ড কাইন্ড’, ‘ফ্রেন্ডস’, এবং ‘টুটসি’-র মতো আইকনিক সিনেমায় অনবদ্য অভিনয় দারুণ প্রশংসিত। অস্কার মনোনীত জনপ্রিয় অভিনেত্রী ৭৯ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মঙ্গলবার অভিনেত্রীর ম্যানেজার খবরটি জানিয়েছেন। বেশ কিছু বছর ধরেই শারীরিক নানা সমস্যায় ভুগছিলেন টেরি। ২০০২...