পা ভেঙে বিছানায় রুবেল দাস! তবুও টিআরপি বাড়ল ‘নিম ফুলের মধু’র
হিরোর অনুপস্থিতি সত্ত্বেও টিআরপি তালিকায় একধাপ এগোল ‘নিম ফুলের মধু’। দত্ত বাড়ির মেয়ে-বউরা জমিয়ে দিয়েছে গল্প। দর্শকদের ভালোবাসায় আপ্লুত চোটগ্রস্ত নায়ক। ১০ দিন ধরে ঘরবন্দি অভিনেতা রুবেল দাস। ‘নিম ফুলের মধু’র শুটিং করতে গিয়ে দু-পায়ে চোট পান অভিনেতা। বাস থেকে লাফিয়ে নামবার দৃশ্যে ঘটে যায় অঘটন। দু-পায়ে ভর দিয়ে দাঁড়াতেই পারছিলেন অভিনেতা, পরে জানা যায়, দুই পায়ের গোড়ালিতেই ফ্র্যাকচার! চিকিৎসকরা...