সালমান খানের নাম ভাঙিয়ে প্রতারণা, আইনি পদক্ষেপের হুঁশিয়ারি
বলিউডের ভাইজান সালমান খান এবার পড়লেন ভুয়া বিজ্ঞাপনের বিড়ম্বনায়। সম্প্রতি অনলাইনে একটি বিজ্ঞাপন ছড়িয়ে পড়েছে। বিজ্ঞাপনটি বলছে, নতুন সিনেমার জন্য অভিনেতা খুঁজছেন সালমান। তিনিই বেছে নেবেন আগামীর স্টারকে। এমন বিজ্ঞাপন ছড়িয়ে পড়তেই সালমানের প্রযোজনা সংস্থায় আসছে একের পর এক ফোন ও ইমেল। সবাই জানতে চাইছেন বিজ্ঞাপনটির বিষয়ে। এদিকে মুহুর্মুহু ফোন ও ইমেইলে যারপরনাই বিরক্ত।
এই বিড়ম্বনা থেকে রেহাই পেতে এক অফিসিয়াল...