৮ ব্যান্ডদল নিয়ে সবুজ ঢাকা গড়ার প্রত্যয়ে কনসার্ট
সবুজ ঢাকা গড়ার প্রত্যয় নিয়ে আগামী ২৮ জুলাই ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার বসুন্ধরা- আইসিসিবির ৪ নম্বর হলে অনুষ্ঠিত হবে ৮টি ব্যান্ডদল নিয়ে কনসার্ট। কনসার্টের শিরোনাম করা হয়েছে ‘গো গ্রিন ঢাকা সিটি’। কনসার্টে পারফরম করবে অর্থহীন, ওয়ারফেজ, শিরোনামহীন, অ্যাশেজ, এভয়েডরাফা, ব্লু জিনস, আপেক্ষিক ও এসেইসকে। এটি আয়োজন করেছে ব্র্যান্ডিং প্রতিষ্ঠান ওপলি। ওপলির প্রধান নির্বাহী কর্মকর্তা সাব্বির আল মাহমুদ সানি জানান, জলবায়ু পরিবর্তনের...