সেন্সর বোর্ড সংস্কার করার সময় এসেছে
চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী বলেছেন, সেন্সর বোর্ড এখন অকেজো জিনিসে পরিণত হয়েছে। সেন্সর বোর্ড সংস্কার করার সময় এসেছে। আমি মনে করি, সরকারের এখন ভাবার সময় এসেছে, সেন্সরের নামে শিল্পীদের গলা চেপে ধরে তা রক্ষা করতে পারছে কিনা? কারণ, সে যেটার ভয়ে আছে, সেটা আপনি ফেসবুকে পাবেন, ইউটিউবে গেলে পাবেন। গত বৃহ¯পতিবার সন্ধ্যায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সেলিম আল দীন মুক্তমঞ্চে আয়োজিত...