লোকগান বিভাগ থেকে স্নাতকোত্তরে প্রথম স্থান অধিকার করলেন মিতু
এই সময়ের শ্রোতাপ্রিয় লোকসংগীত শিল্পী কানিজ খন্দকার মিতু কোক স্টুডিও বাংলায় লালন শাহ’র ‘সব লোকে কয়’ গাওয়ার মাধ্যমে দর্শকপ্রিয়তা পান। এ শিল্পী সংগীতের ক্যারিয়ারের পাশাপাশি পড়াশোনাও করছেন। তিনি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় থেকে সংগীত বিভাগ থেকে ¯œাতক স¤পন্ন করার পর সম্প্রতি লোকগান বিভাগ থেকে ¯œাতকোত্তর স¤পন্ন করেছেন। ¯œাতকোত্তরে মিতু লোকগান বিভাগে প্রথম স্থান অধিকার করেছেন। তার সিজিপিএ ৩.৯৫।...