গ্রামে বেশ ভালো আছি-ফেরদৌস ওয়াহিদ
দেশের পপ সঙ্গীতের কিংবদন্তী ফেরদৌস ওয়াহিদ বহুদিন ধরে শহর ছেড়ে গ্রামে বসবাস করছেন। সেখানে কৃষিকাজ ও মসৎ চাষ করেন। ফেরদৌস ওয়াহিদ বলেন, ছোটবেলা থেকেই প্রকৃতি আমাকে টানে। সে কারণেই শহর ছেড়ে গ্রাম বসবাস করছি। গ্রামে বেশ ভাল আছি। এখানে পৈতৃক জমি দেখাশোনা করছি। বই পড়ছি। কৃষিকাজ ও মৎস্য চাষেও সময় দিচ্ছি। দুই দিন নৌকায় ও পাঁচ দিন ডাঙায় ঘুমাই। বেশ...