'জুটি হিসেবে ইয়াশ-তটিনীই সেরা,চলছে প্রেমের গুঞ্জন'
ছোট পর্দার একজোড়া লাভ বার্ড রয়েছে। যাদের দেখলেই ভালো লাগে। তাদের দেখলে যেন চোখ জুড়িয়ে যায়,মনে শান্তি পায় ভক্তরা। বলছি ছোট পর্দার সুহাসিনী তানজিম সাইয়ারা তটিনী এবং খোঁচা খোঁচা দাঁড়িতে বিশেষত নারী ভক্তদের মনের ঝড় তোলা অভিনেতা ইয়াস রোহানের কথা।
বেশ কিছুদিন ধরে ভক্ত সমর্থকদের নজরে নজরে রয়েছেন ইয়াশ- তটিনী জুটি। তার রয়েছে যথেষ্ট কারনও। একদিকে, বর্তমান সময়গুলোতে ইয়াস-তটিনী যেন নিজেদের...