শিল্পকলা একাডেমি আয়োজন করবে ৭ দিনব্যাপী যাত্রা উৎসব
রাজধানীর শিল্পকলা একাডেমির আয়োজনে শুরু হচ্ছে ৭ দিনব্যাপী ‘যাত্রা উৎসব-২০২৪’। ১ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তমঞ্চে শুরু হবে ৭ দিনব্যাপী এই উৎসব। উৎসবে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে নিবন্ধিত ৭টি যাত্রাদল প্রতিদিন একটি করে ঐতিহাসিক ও সামাজিক ঘটনা অবলম্বনে নির্মিত যাত্রাপালা পরিবেশন করবে। প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত পালা পরিবেশিত হবে। ১ নভেম্বর সন্ধ্যা ৬ টায় শুরু হবে উদ্বোধনী আয়োজন।...