আলোকিতে কালচারাল ফেস্ট
ইভেন্ট বক্সের আয়োজনে ‘কালচারাল ফেস্ট ২.০’ নামে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে সারাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর তরুণ-তরুণীদের প্রতিভার লড়াই। ১৫ নভেম্বর (শুক্রবার) রাজধানীর গুলশানে অবস্থিত আলোকি কনভেনশন সেন্টারে কালচারাল ফেস্ট ২০২৪ আয়োজিত হবে। নাচ, গান, মঞ্চাভিনয় ও ছবি আঁকা- এই চার বিষয়ের প্রতিযোগিতায় অংশ নেবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। প্রতিযোগিতা শেষে কনসার্ট করবে পাঁচটি ব্যান্ডদলÑ ক্যালিপসো, তরুণ ব্যান্ড, কাকতাল, রাফা ও শিরোনামহীন। কালচারাল ফেস্টের...