নেপাল চলচ্চিত্র উৎসবে সেরা বাংলাদেশের ‘সাঁতাও’
৩৫টি দেশের ৯৫টি সিনেমা নিয়ে গত ১৬ মার্চ থেকে শুরু হওয়া নেপাল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২৩-এ সেরার মুকুট অর্জন করেছে বাংলাদেশি সিনেমা ‘সাঁতাও’। ২০ মার্চ পর্যন্ত চলা উৎসবে ‘সাঁতাও’-কে ফিচার ফিল্ম বিভাগে ‘গৌতমবুদ্ধ’ পদকে ভূষিত করা হয়। এছাড়া সিনেমাটি প্রাইজমানি হিসেবে দেড় হাজার ডলার লাভ করে।
প্রান্তিক মানুষের জীবন কাহিনী নিয়ে নির্মিত ক্রাউড ফান্ডেড সিনেমা ‘সাঁতাও’। তিস্তার পারের মানুষের সংগ্রাম। কৃষকের...