বিশ্বখ্যাত অন্তর্বাস সংস্থার সঙ্গে চুক্তি! ফাঁস প্রিয়াঙ্কার ‘সিক্রেট’
হলিউডে সাফল্যের একের পর এক ধাপ পেরিয়ে চলেছেন প্রিয়াঙ্কা চোপড়া। এবার তার এই সাফল্যের মুকটে যুক্ত হল এক ভিন্ন রঙের পালক। বিশ্বখ্যাত অন্তর্বাস সংস্থার সঙ্গে গাঁটছড়া বাঁধলেন নায়িকা। হলেন পার্টনার। সোশাল মিডিয়াতেই ফাঁস ‘সিক্রেট’।
নিজের এই ‘সিক্রেট’ প্রিয়াঙ্কা নিজেই ফাঁস করেছেন। আসলে আন্তর্জাতিক অন্তর্বাস প্রস্তুতকারক সংস্থা ‘ভিক্টোরিয়া’স সিক্রেট’-এর পার্টনার হয়েছেন ‘দেশি গার্ল’। সোশাল মিডিয়ায় এই সুখবর দিয়ে অভিনেত্রী লিখেছেন, “‘ভিক্টোরিয়া’স সিক্রেট’-এর...