মক্কায় হজ এজেন্সির মালিক ছেলে গ্রেফতার
২৩ মে ২০২৩, ১০:২৮ পিএম | আপডেট: ২৪ মে ২০২৩, ১২:০০ এএম
হজযাত্রীদের সঙ্গে অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগে ৮ হজ এজেন্সিকে কারণ দর্শানো নোটিশ (শোকজ) দিয়েছে ধর্ম মন্ত্রণালয়। একই সঙ্গে দায়িত্ব অবহেলা করায় হজ প্রশাসনিক সহায়তাকারী এক সদস্যকে শোকজ দিয়েছে সউদী আরবে বাংলাদেশ হজ অফিস। সোমবার পৃথক পৃথক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। মক্কায় বাড়ী ভাড়ার ভ্যাট ফাঁকি দিতে সহায়তা করায় বাংলাদেশের ইউরো আহসানিয়া কোবা গ্রপের হজ এজেন্সির মালিক ও তার ছেলেকে আজ মঙ্গলবার সউদী পুলিশ গ্রেফতার করে স্থানীয় থানা হাজতে রেখেছে। বাড়ী ভাড়ার অনলাইন চুক্তিতে ভাড়া দেখানো হয় খুবই কম। এতে সউদী বাড়ীর মালিক ভ্যাট ফাঁকি দিয়ে বেশি লাভবান হন। কিন্ত সউদী সরকার প্রকৃত ভ্যাট থেকে বঞ্চিত হয়। হজ এজেন্সির মালিক গ্রেফতার হওয়ায় হজ মৌসুমের শুরুতে বাংলাদেশের ভাব মর্যাদা ক্ষুন্ন হচ্ছে। মক্কা থেকে নির্ভরযোগ্য সূত্র এতথ্য জানিয়েছে।
আট হজ এজেন্সিকে শোকজে বলা হয়, গত ২১ মে বিজি ৩০০৫ নম্বর ফ্লাইটে ৮টি এজেন্সির হজযাত্রী মক্কায় পাঠানো হয়। এসব এজেন্সি হজযাত্রীদের ভিসা যে হোটেলের ঠিকানায় করা হয়েছে সে হোটেলে তাদের না উঠিয়ে মক্কার বিভিন্ন ফিতরা করা হোটেলে তাদের উঠানো হয়। ফলে হাজীদের নানা বিড়ম্বনায় পড়তে হয়। এসব অভিযোগের প্রেক্ষিতে ৮ হজ এজেন্সিকে কারণ দর্শানো নোটিশ (শোকজ) দিয়েছে ধর্ম মন্ত্রণালয়।
শোকজপ্রাপ্ত হজ এজেন্সিগুলো হচ্ছে, আল কাশেম ট্রাভেলস এন্ড ট্যুরস, ইউরো বেঙ্গল ট্রাভেলস এন্ড ট্যুরিজম , ইউরোপা ট্রাভেলস, কে আই ট্রাভেলস, এল আর ট্রাভেলস, এন জে ফাউন্ডেশন এন্ড হজ মিশন, শাকের ট্যুরস এন্ড ট্রাভেলস, শঞ্জুরি ট্রাভেলস এন্ড ট্যুরস।
শোকজে আরও জানানোয়, মক্কার এ সব হোটেলে হজযাত্রীদের রিসিভ করার জন্য এজেন্সির কোনো প্রতিনিধি উপস্থিত ছিলেন না। ফলে হজযাত্রীরা তাদের জন্য নির্ধারিত হোটেল খুঁজে পেতে সমস্যায় পড়েন। ভিসা অনুসারে হোটেল না হওয়ায় তাদের লাগেজ হোটেলে পৌঁছাতে সমস্যা হয়। পরে হজ মিশনের চেষ্টায় বিষয়টি সমাধান হলেও এটি বির্বতকর অবস্থার সৃষ্টি করেছে। এ ধরনের অনিয়ম ও অব্যবস্থাপনা হজ ও ওমরাহ ব্যবস্থাপনা আইন, ২০২১ এর ১২ ধারা অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার বিধান রয়েছে। তাই এই এজিন্সির বিরুদ্ধে কেন প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না তা আগামী তিন দিনের মধ্যে এ মন্ত্রণালয়ে লিখিত দিতে হবে।
সোমবার ধর্ম মন্ত্রণালয়ের হজ অনুবিভাগের উপসচিব আবুল কাশেম মুহাম্মদ শাহীন সই করা এক চিঠিতে আগামী ৩ দিনের মধ্যে এ মন্ত্রণালয়ে জবাব দিতে বলা হয়েছে। এছাড়া মক্কা আল-মোকাররমা অফিস আদেশে হজযাত্রীদের স্বাস্থ্য সেবায় স্থাপিত মেডিকেল সেন্টারে দায়িত্ব পালনের সময়মত উপস্থিত না থাকায় হজ প্রশাসনিক সহায়তাকারী সদস্য বিল্লাল হোসেন নামে একজনকে শোকজ করা হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ গত ২২ মে বিকাল ৩টায় মদিনায় সমন্বিত হজ চিকিৎসক দলের দলনেতার নিকট রিপোর্ট করার নির্দেশনা থাকলেও তিনি তা করেননি। কেন তিনি অনুপস্থিত ছিলেন তা গতকালের মধ্যে মৌসুমি হজ অফিসার, মক্কা-আল-মোকাররমা, সউদী আরবের নিকট দিতে হবে। সোমবার সউদী আরবে বাংলাদেশ হজ অফিসের মক্কার কাউন্সিলর(হজ) মো. জহরুল ইসলামের স্বাক্ষরিত এক চিঠিতে এসব জবাব দিতে বলা হয়েছে।
এদিকে, ধর্ম মন্ত্রণালয়ের উপসচিব (হজ) আবুল কাশেম মোহাম্মদ শাহীন আজ মঙ্গলবার রাতে ইনকিলাবকে জানান, ইউরো আহসানিয়া কোবা গ্রুপের এজেন্সির মালিক তার ছেলেসহ মক্কায় গ্রেফতার হয়েছেন। এজেন্সিগুলো বাড়ি ভাড়ার ১৫% ভ্যাট সাশ্রয় করার জন্য অনলাইন চুক্তিতে ভাড়া দেখায় খুবই কম। ভাড়ার বেশির ভাগ তারা নগদ পরিশোধ করে। এতে বাড়ির মালিকও লাভবান হয় কিন্তু সউদী সরকার ভ্যাট থেকে বঞ্চিত হয়। এ কাজের জন্যই উক্ত এজেন্সি মালিক সউদীর একটি ব্যাংক থেকে নগদ ২ লাখ সউদী রিয়াল উত্তোলন করে। এর পরই তিনি তার ছেলেসহ মক্কার পুলিশের হাতে গ্রেফতার হন। গ্রেফতাকৃতরা বর্তমানে মক্কার স্থানীয় থানা হাজতে রয়েছে। মক্কাস্থ বাংলাদেশ হজ মিশন এবং হাবের সভাপতি এম শাহাদাত হোসাইন তাদের মুক্ত করার জন্য চেষ্টা চালাচ্ছে বলেও উপসচিব শহীন জানান। রাতে কোবা হজ গ্রুপের মালিকের সাথে ফোনে যোগাযোগ করে তাকে পাওয়া যায়নি।
বিভাগ : প্রবাস জীবন
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
ব্রাইটনের বিপক্ষে আর্সেনালের হোঁচট
টানা দ্বিতীয় জয়ে ছন্দে ফেরার ইঙ্গিত সিটির
রিকেলটনের মহাকাব্যিক ইনিংস,রান পাহাড়ের চাপে পাকিস্তান
রহমতের লড়াকু সেঞ্চুরিতে জয়ের স্বপ্ন দেখছে আফগানিস্তান
আশুলিয়ায় ছাত্র হত্যা মামলার আসামি গ্রেফতার
আটঘরিয়ায় প্রভাষকের বাড়িতে দুর্ধর্ষ চুরি
আরব বসন্ত থেকে বাংলাদেশ: স্বৈরাচার মুক্ত নতুন ব্যবস্থার সন্ধানে
৫০০ হজ কোটা বহাল রাখতে প্রধান উপদেষ্টার সহায়তা কামনা
ফেব্রুয়ারিতে আয়ারল্যান্ড-জিম্বাবুয়ে পূর্ণাঙ্গ সিরিজ
পাওনা টাকা ফেরত দিতে বিলম্ব যাওয়ায় পাওনাদার টাকা ফেরত নিতে না চাওয়া প্রসঙ্গে।
‘রাষ্ট্র সংস্কার শেষ করে সংখ্যানুপাতিক পদ্ধতির নির্বাচন দিতে হবে’
শীতে পশু-পাখিদের যত্ন
মানব পাচার রোধ করতে হবে
মজলুমের বিজয় ও জালেমের পরাজয় অবধারিত
বিনিয়োগ বাড়ানোর কার্যকর পদক্ষেপ নিতে হবে
১১৬ বছর বয়সে বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তির মৃত্যু
লাদাখে দুই প্রশাসনিক অঞ্চল তৈরী চীনের
চিনির নিম্নমুখী বাজারে বিশ্বে কমেছে খাদ্যপণ্যের দাম
মার্কিন শপিং সেন্টারে প্রাণ গেল ৫ শতাধিক প্রাণীর
জাতীয় ঐক্য এখন আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন: মির্জা ফখরুল