ওষুধ খেলেই ফের গজাবে দাঁত, ফোকলা মুখের দিন শেষ!
২৫ জুন ২০২৪, ০৯:২৮ এএম | আপডেট: ২৫ জুন ২০২৪, ০৯:২৮ এএম
দাঁত নিয়ে ভোগেননি, এমন মানুষের সংখ্যা হাতো গোনা। দাঁতে ব্যথা যেমন ধরাশায়ী করে দিতে পারে, তেমনই, দাঁত পড়ে গেলে তা মানুষের সৌন্দর্যকেও নষ্ট করে দিতে পারে। বর্তমানে কোনও কারণে দাঁত পড়ে গেলে, কিংবা, দাঁত তুলে ফেলতে হলে, সেই জায়গাটা ফোকলাই থেকে যায়। কেউ কেউ নকল দাঁত ব্যবহার করেন, বাঁধিয়ে নেন।
কিন্তু, কেমন হত যদি চুল কাটার পর যেমন ফের চুল গজায়, তেমনই দাঁত পড়ে যাওয়ার পর, মাড়ির ওই অংশ দিয়ে ফের দাঁত গজায়? রূপকথার মতো মনে হচ্ছে তো? কিন্তু, এটাকেই বাস্তব করে দেখিয়েছেন একদল জাপানি গবেষক। তারা একটি নতুন ওষুধ বের করেছেন, যার সাহায্যে মানুষের দাঁত পড়ে গেলে ফের দাঁত গজাতে পারে।
আসলে, আমাদের মাড়িতে ‘ইউটারিন সেনসিটাইজেশন অ্যাসোসিয়েটেড জিন-১ প্রোটিন’ বা ‘ইউএসএজি-১ প্রোটিন’ নামে একটি অ্যান্টিবডি থাকে। এই অ্যান্টিবডিই ফের দাঁত গজানোকে প্রতিরোধ করে। জাপানের কিয়োটো ইউনিভার্সিটি হাসপাতালের বিজ্ঞানীরা এই ইউএসএজি-১ প্রোটিনকে দমন করতে পারে এমন এক ইন্ট্রাভেনাস (সরাসরি শিরায় ওষুধ দেয়া) চিকিৎসা আবিষ্কার করেছেন। তবে, এই চিকিৎসায় সত্যি সত্যি ফের মানুষের দাঁত গজাবে কিনা, তা এখনও পরীক্ষিত নয়। বেজি এবং ইঁদুরের উপর পরীক্ষা করে দেখা গিয়েছে, কোন উল্লেখযোগ্য পার্শ্বপ্রতিক্রিয়া ছাড়াই ওষুধটি কাজ করছে। তবে হিউম্যান ট্রায়াল, অর্থাৎ, মানুষের উপর পরীক্ষা এখনও হয়নি।
২০২৪ সালের সেপ্টেম্বর থেকে ২০২৫-এর অগস্ট মাস পর্যন্ত মানবদেহের উপর এই নতুন ওষুধের প্রথম পরীক্ষা করা হবে। কিয়োটো ইউনিভার্সিটি হাসপাতালের বিজ্ঞানীরা জানিয়েছেন, ৩০ থেকে ৬৪ বছর বয়সী ৩০ জন পুরুষের উপর এই পরীক্ষা চালানো হবে। অন্তত একটি করে ‘মোলার’ বা মাড়ির দাঁত পড়ে গিয়েছে, এই ভাবেই বাছা হবে এই পুরুষদের। সেই পরীক্ষা সফল হলে, গবেষকরা যাদের আংশিকভাবে ‘ইডেন্টুলিজম’ আছে, অর্থাৎ, এক থেকে পাঁচটি দাঁত নেই, তাদের উপর এই ওষুধ প্রয়োগ করা হবে।
গবেষণা দলের প্রধান তথা কিয়োটো ইউনিভার্সিটি হাসপাতালের ডেন্টিস্ট্রি এবং ওরাল সার্জারি বিভাগের প্রধান, কাতসু তাকাহাশি বলেছেন, ‘যাদের দাঁত ক্ষয়ে গিয়েছে বা দাঁত পড়ে গিয়েছে, তাদের সাহায্য করার জন্য আমরা কিছু করতে চেয়েছিলাম। এখনও পর্যন্ত দাঁতের ক্ষয় বা দাঁত পড়ে যাওয়ার কোনও স্থায়ী নিরাময় নেই। কোনও চিকিত্সা নেই। আমরা মনে করি, অনেক মানুষই চান যে তাঁদের দাঁত ফের গজাক। এই নিয়ে মানুষের প্রত্যাশা অনেক বেশি।’ তিনি আরও জানিয়েছেন, হিউম্যান ট্রায়াল ফল হলে, ২০৩০ সালের মধ্যেই বাজারে পাওযা যাবে ওষুধটি।
বিভাগ : স্বাস্থ্য
মন্তব্য করুন
আরও পড়ুন
দুর্বৃত্তরা যেন রাজনৈতিক দলে অন্তর্ভুক্ত হতে না পারে : ড. বদিউল আলম মজুমদার
ওয়ালটন ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের ‘পার্টনার্স টুগেদার-২০২৫’ সম্মেলন অনুষ্ঠিত
বাংলাদেশ ফার্মাসিস্ট ফোরামের নতুন কমিটির প্রথম সভা
সালথায় তুচ্ছ ঘটনা কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে আহত ১২
নবীন উদ্যোক্তাদের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক
হামজাকে ঘিরে জামালেরও স্বপ্ন
আওয়ামী লীগ দিয়ে দল ভারি করার দরকার নাই: শামা ওবায়েদ
বিল আদায়ে ব্যর্থ হয়ে কাজ বন্ধের হুমকি সিসিক ঠিকাদার এসাসিয়েশনের
ঈশ্বরগঞ্জে যুবলীগ নেতা আটক
দোয়ারাবাজারে হত্যা মামলার দুই আসামি গ্রেফতার
বাঞ্ছারামপুরে জাতীয় কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত
মানিকগঞ্জ ঘিওরে স্ত্রীকে গলা কেটে হত্যা, স্বামী গ্রেফতার
আওয়ামী লীগ এখন মরা লাশ: ভিপি নুর
তরুণ প্রজন্মের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম: ইঞ্জি. শওকত আকবর
গাজায় প্রবেশের জন্য প্রস্তুত ১ হাজার ৩০০ ত্রাণবাহী ট্রাক: ইউনিসেফ
জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে 'সমস্যা সমাধানের রাজনীতি'
নির্মাণ শ্রমিকদের ১২ দফা দাবী অবিলম্বে বাস্তবায়ন করুন : ইনসাব
মানুষের কাছে মুখ দেখানোর সৎ সাহস আওয়ামী লীগের নেই: হামিদ
মাস্টার বিল্ডার লিমিটেডের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
‘কারো জন্য আমি হুমায়ুন আহমেদের ছেলে, আবারও কারও জন্য গুলতেকিন খানের ছেলে’