বুধহাটা স্লুইস গেটের মুখ ভরাট হয়ে এলাকা বৃষ্টির পানিতে সয়লাব
আশাশুনি উপজেলার বুধহাটা বাজার সংলগ্ন সøুইস গেটের মুখে মাটি জমে ভরাট হয়ে যাওয়ায় বৃষ্টির পানিতে এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। ময়লা ও বিষাক্ত পঁচা পানির প্রভাবে এলাকাবাসী অস্বাস্থ্যকর পরিবেশের মুখে পড়েছে।
বুধহাটা বাজারের উত্তর পাশে সøুইস গেটটি এলাকার পানি নিস্কাশনের একমাত্র উপায়। বুধহাটা, অন্তকুড় বিল, জরপে বিল, মিঠিকুড়ে বিল, বুধহাটা বাজারসহ আশাপশের গ্রামের পয়ঃনিষ্কাশন এ গেট দিয়েই হয়ে থাকে। গেটের মুখে রিভার...