তথ্য সুরক্ষায় চরম অব্যবস্থা ও ব্যর্থতা
১০ জুলাই ২০২৩, ০৯:৩০ পিএম | আপডেট: ১১ জুলাই ২০২৩, ১২:০৩ এএম
দেশের ৫ কোটিরও অধিক নাগরিকের ব্যক্তিগত সংবেদনশীল তথ্য ফাঁস হওয়ার ভয়ংকর ঘটনা, আমাদের যারপরÑনাই বিচলিত ও উদ্বিগ্ন করেছে। দক্ষিণ আফ্রিকাভিত্তিক সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান বিটক্রাকের সাইবার সিকিউরিটির গবেষক ভিক্টর মার্কোপোলোস গত ২২ জুন এ তথ্য ফাঁসের বিষয়টি দেখতে পান। তাকে উদ্ধৃত করে মার্কিন অনলাইন পোর্টাল টেকক্রাঞ্চ এক প্রতিবেদন প্রকাশ করেছে গত শুক্রবার। প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ সরকারের ওয়েবসাইট থেকে এ তথ্য ফাঁস হয়েছে। এতে নাগরিকদের নাম, ফোন নাম্বার, ই-মেইল, ঠিকানা, জাতীয় পরিচয়পত্রের নাম্বারসহ কয়েক ধরনের তথ্য রয়েছে। সংবাদ মাধ্যমটি জানায়, তথ্য ফাঁস হওয়ার বিষয়টি জানার পরপরই ভিক্টর মার্কোপোলোস বাংলাদেশ সরকারের কম্পিউটার ইনসিডেন্ট রেসপন্স টিমের (সিআরটি) সঙ্গে যোগাযোগ করেন। এছাড়া বিষয়টি জানতে সরকারের প্রেস অফিস, ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাস, নিউইয়র্ক সিটিতে কনসুলেটে যোগাযোগ করা হয়। তবে কোথাও থেকে কোনো সাড়া মেলে না। অবশ্য ভিক্টর মার্কোপোলোস কিংবা টেকক্রাঞ্চের সঙ্গে যোগাযোগ না করলেও সরকারের সংশ্লিষ্ট বিভাগ, নির্বাচন কমিশন এবং আইনশৃঙ্খলা বাহিনী জোর অনুসন্ধান শুরু করেছে। তাদের প্রাথমিক অনুসন্ধানে উঠে এসেছে নির্বাচন কমিশনের আওতাধীন জাতীয় পরিচয়পত্রের তথ্যভান্ডার হিসেবে ব্যবহারকারী স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীনস্থ একটি প্রতিষ্ঠান থেকে ফাঁস হয়েছে এসব তথ্য। কোটি কোটি নাগরিকের ব্যক্তিগত সংবেদনশীল তথ্য এভাবে ফাঁস হওয়ায় নাগরিক উদ্বেগের পাশাপাশি সরকারও নড়েচড়ে উঠেছে। এসব তথ্যের অপব্যবহার করে যে কেউ অন্যায় ফায়দা উঠিয়ে নিতে পারে। তথ্যফাঁসের বিষয়টি তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমদ পলক স্বীকার করেছেন। তিনি বলেছেন, হ্যাক নয়, কারিগরি ত্রুটির কারণে তথ্যগুলো ফাঁস হয়েছে। যেখানে ন্যূনতম যে সিকিউরিটির ব্যবস্থা থাকার কথা ছিল, তা ছিল না।
ব্যক্তিগত সংবেদনশীল তথ্যের ন্যূনতম নিরাপত্তা না থাকা অত্যন্ত দুর্ভাগ্যজনক। যে প্রতিষ্ঠান তথ্যের নিরাপত্তা দিতে পারে না সে প্রতিষ্ঠানে তথ্য রাখা কেন, সঙ্গতকারণেই সে প্রশ্ন উঠতে পারে। জন্ম-মৃত্যুসহ যেসব গুরুত্বপূর্ণ তথ্য, ডকুমেন্টের উপাত্ত ফাঁস হয়েছে, তার অপব্যবহার কেউ করলে সেটার দায় কে নেবে? জন্ম নিবন্ধন বাধ্যতামূলক যাতে কিছু প্রয়োজনীয় তথ্য থাকে। এছাড়া ১৮ বছরের ঊর্ধ্ববয়সী নাগরিকদের যে জাতীয় পরিচয়পত্র দেয়া হয় তাতে বলতে গেলে দরকারী সব তথ্যই থাকে। তথ্য ভান্ডারে নাগরিকদের ৩২ ধরনের তথ্য জমা আছে। বিশেষজ্ঞরা বলছেন, ফাঁস হওয়া এসব তথ্য কাজে লাগিয়ে সংশ্লিষ্ট ব্যক্তি বা ব্যক্তিদের ব্যক্তিগত নিরাপত্তা যে কেউ হুমকির মুখে ঠেলে দিতে পারে। তথ্য যখন হাতে হাতে, তখন আর্থিক লেনদেনে বা আর্থিক জালিয়াতির আশংকা প্রবল। ইতোপূর্বে লেনদেনে জাল-জালিয়াতি কম হয়নি। বাংলাদেশ ব্যাংক থেকে ২০১৬ সালে রিজার্ভের ১০ কোটি ১০ লাখ ডলার পাচার হয়েছে। পাচারকৃত অর্থের অধিকাংশের হদিস মেলেনি। ব্যক্তিগত ওয়েবসাইট থেকে শুরু করে সরকারি ওয়েবসাইটে হামলা একটি সাধারণ ঘটনায় পরিণত হয়েছে। গত জুনে বাংলাদেশ কৃষি ব্যাংকে এবং মার্চে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে সাইবার হামলা হয়েছে। দেশে সাইবার হামলার বা হামলা-চেষ্টার ঘটনা ক্রমাগত বাড়ছে। বিজিডি-ই গভ. সার্ট-এর তথ্য অনুযায়ী, ২০১৬ সালে ৩৩৭টি সাইবার হামলা বা হামলা চেষ্টা হয়েছিল। ২০২০ সালে তা বেড়ে দাঁড়ায় ১ হাজার ১৫৪টিতে ২০২১ ও ২০২২ সালে হামলার ঘটনা কিছুটা কমেছে। বিজিডি ই-গভ সার্ট -এর ‘বাংলাদেশ সাইবার থ্রেট ল্যা-স্কেপ রিপোর্ট ২০২২-এ বলা হয়েছে, প্রশান্তমহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর মধ্যে সাইবার হামলার সম্ভাব্য লক্ষ্যবস্তুতে রয়েছে বাংলাদেশ। সুতরাং সাইবার নিরাপত্তা যতটা নিরংকুশ করা যায়, তার চেষ্টা করতে হবে।
আজকের দুনিয়ায় তথ্যের নিরাপত্তা সবচেয়ে বেশি হুমকির মধ্যে পড়েছে। প্রযুক্তি তথ্য সংরক্ষণ ও সরবরাহের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখছে বটে, তবে এর ফাঁক-ফোকড় গলিয়ে তথ্য পাচার বা স্থানান্তর হয়ে যাচ্ছে। তথ্যের প্রয়োজনীয়তার নিরিখে এর অর্থমূল্য নির্ণিত হয়ে থাকে। ফাঁস হওয়া তথ্য যে ইতোমধ্যে দেশে-বিদেশে বেচাকেনা হয়ে যায়নি, কে বলতে পারে! বিষয়টির গুরুত্ব যথাযথভাবে বিবেচনায় নিয়ে চলমান অনুসন্ধান বা তদন্ত জোরদার করতে হবে। কেন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানটি তথ্যের নিরাপত্তার ব্যাপারে এতটা হেলাফেলা করেছে, তা বের করতে হবে। এজন্য যারা দায়ী তাদের কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে। তথ্যভান্ডারের সুরক্ষা কঠিন। তবে প্রয়োজনীয় সতর্কতা ও সাবধানতা অবলম্বন করা হলে, নিয়মিত নজরদারী বহাল রাখলে এবং উপযুক্ত প্রযুক্তির ব্যবহার ও সহায়তায় তার নিরাপত্তা প্রায় সর্বাংশে নিশ্চিত করা সম্ভব বলে মনে করেন বিশেষজ্ঞরা।
বিভাগ : সম্পাদকীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
মেসির সঙ্গে প্রেমের গুঞ্জন উড়িয়ে দিলেন সেই সাংবাদিক
দেশের মানুষ হাসিনার ফাঁসি চায় :ভোলায় সারজিস আলম
জীবনযাত্রা ব্যয় আরো বাড়তে পারে
সাবেক ওসি শাহ আলমকে ধরতে সারা দেশে রেড অ্যালার্ট
মনে হচ্ছে পারমাণবিক বোমা ফেলা হয়েছে লস অ্যাঞ্জেলেসে
খালেদা জিয়ার চিকিৎসা ভালোভাবেই হচ্ছে
চাল ও মুরগির বাজার অস্থিতিশীল
সামরিক খাতে বাংলাদেশকে সহায়তা করতে চায় তুরস্ক
মানুষ জবাই করা আর হাত-পা ভেঙে দেয়ার নাম তাবলিগ নয় :জুমার খুৎবা-পূর্ব বয়ান
মুজিব কোট এখন ‘বাচ্চাদের পটি’
সীমান্তে প্রতিরোধ ব্যূহ
গণঅভ্যুত্থানে শহীদ আরও ৬ জনের লাশ ঢামেক মর্গে
মালয়েশিয়ায় এনআইডি ও স্মার্ট কার্ড সেবা কার্যক্রম চালু হচ্ছে
সাংবাদিক মিজানুর রহমান খানের চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ শনিবার
ক্র্যাবের সভাপতি তমাল, সাধারণ সম্পাদক বাদশাহ্
মুকসুদপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দু’গ্রুপে সংঘর্ষ : আহত ২৫
ভারতকে গুরুত্বপূর্ণ আঞ্চলিক সহযোগী মনে করে তালেবান
মাইনাস টু ফর্মুলার আশা কখনো পূরণ হবে না : আমীর খসরু মাহমুদ চৌধুরী
গাজীপুর কারাগারে শ্রমিক লীগ নেতার মৃত্যু
ট্রাম্পের শপথ অনুষ্ঠানে শীর্ষ পর্যায়ের দূত পাঠাবে চীন