সত্য বলার জন্য খেসারত দিতে হলো দুই কর্মকর্তাকে
২১ জুলাই ২০২৩, ০৮:১৯ পিএম | আপডেট: ২২ জুলাই ২০২৩, ১২:০১ এএম
বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) প্রতিবেদনে বিদ্যুৎ খাতের উন্নয়নকে ‘লুটেরা মডেল’ অভিহিত করে খাতটি ভারত ও চীনের ব্যবসায়ীদের জন্য অবাধ ক্ষেত্র উল্লেখ করায় চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে ওএসডি হওয়া অতিরিক্ত সচিব এসএম হামিদুল হক ও উপসচিব মোহাম্মদ মাহিদুর রহমানকে। এ দুজন যথাক্রমে আইএমইডি’র সেক্টর-১ এর মহাপরিচালক ও পরিচালক ছিলেন। সম্প্রতি আইএমইডি’র এক মূল্যায়ন প্রতিবেদনে বিদ্যুৎ খাতের বিভিন্ন অপ্রয়োজনীয় ব্যয় বৃদ্ধির সমালোচনা করা হয়। এই মূল্যায়ন প্রতিবেদনের অংশ বিশেষ সংশ্লিষ্ট ওয়েবসাইটে প্রকাশ করা হয়। এতে সরকারের শীর্ষ মহলে তীব্র প্রতিক্রিয়া হয়। উল্লেখিত দুজনকে ওএসডি করা হয় এবং গত বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে তাদের বরখাস্ত সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। তাদের বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ এনে বিভাগীয় মামলা করা হয়েছে। উল্লেখ্য, সরকারের মন্ত্রণালয় ও বিভাগগুলোর প্রকল্প মূল্যায়নে আইএমইডিতে ৮টি সেক্টর রয়েছে। এর মধ্যে সেক্টর-১ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের বিষয়গুলো দেখাশোনা করে। বিদ্যুৎ খাত সংক্রান্ত প্রতিবেদনের জন্য মূল দায়িত্ব ছিল পরিচালক মাহিদুর রহমান এবং এ সেক্টরের প্রধান ছিলেন এমএম হামিদুল হক।
দেশের বিদ্যুৎ খাতের অনিয়ম ও দুর্নীতি নিয়ে বহুদিন ধরেই বিভিন্ন রাজনৈতিক দল থেকে শুরু করে বিশেষজ্ঞরা বলে আসছেন। বিশেষ করে কুইক রেন্টাল নিয়ে অভিযোগের অন্ত নেই। বলা হয়ে থাকে, বেসরকারি এ খাত বিদ্যুৎ সরবরাহ না করলেও তাদের বিদ্যুতের মূল্য পরিশোধ করতে হয়। এ খাতে ক্যাপাসিটি চার্জ হিসেবে ইতোমধ্যে ৯০ হাজার কোটি টাকার মতো দেয়া হয়েছে, যাকে বিশেষজ্ঞরা জনগণের অর্থের অপচয় হিসেবে আখ্যয়িত করেছেন। শুধু বিদ্যুৎ খাতই নয়, বিভিন্ন প্রকল্পের অনিয়ম, সময়ের অপচয় ও সঠিক পরিকল্পনার অভাবের কথাও বিভিন্ন সময়ে পত্র-পত্রিকায় প্রকাশিত হয়েছে। এডিবি বাস্তবায়নের ক্ষেত্রেও দেখা গেছে, সময়মতো প্রকল্প শেষ না করে বছর শেষে ৯০-৯৫ শতাংশ বাস্তবায়ন হয়েছে বলে দেখানোর প্রবণতা রয়েছে। অবশ্য এ বছর কম দেখানো হয়েছে। এর মূল কারণ, আইএমএফ’র কড়া নজরদারী। আইএমএফ বাংলাদেশকে যে ঋণ দিয়েছে, তার অন্যতম শর্তের মধ্যে রয়েছে, রিজার্ভ থেকে শুরু করে আর্থিক খাতের সঠিক ও যথাযথ তথ্য দেয়া। সম্প্রতি এর প্রতিফলন দেখা গেছে দেশের প্রকৃত রিজার্ভ প্রকাশ করার মধ্য দিয়ে। এতদিন সরকারের তরফ থেকে রিজার্ভ অনেকটা ফুলিয়ে-ফাঁপিয়ে দেখানো হতো। আইএমএফ নির্দিষ্ট সময়সীমার মধ্যে দেশের প্রকৃত রিজার্ভ কত তা প্রকাশ করার শর্ত দেয়ায় এখন দেখা যাচ্ছে, তা সাড়ে ২৩ বিলিয়ন ডলারের মতো। অথচ এই তথ্য প্রকাশের আগে তা ৩০ বিলিয়ন ডলারের কাছাকাছি দেখানো হয়েছিল। দুঃখজনক বিষয় হচ্ছে, আমাদের মধ্যে এ প্রবণতা বছরের পর বছর ধরে চলছে যে, উন্নয়নের ক্ষেত্রে প্রকৃত চিত্রের চেয়ে বাড়িয়ে তথ্য ও পরিসংখ্যান তুলে ধরা। সেটা জিডিপি হোক, মাথাপিছু আয় হোক, কিংবা অন্যান্য অর্থনৈতিক খাত হোক, পরিসংখ্যান বাড়িয়ে দেখানো হয়। এর সঙ্গে দেশি-বিদেশি বিভিন্ন সংস্থাকে দ্বিমত পোষণ করতে দেখা যায়। এমনকি দেশের জনসংখ্যার প্রকৃত চিত্রও তুলে ধরা হয় না। খাদ্যে স্বয়ংসম্পূর্ণতার কথা বলা হলেও বছরে লাখ লাখ টন চাল আমদানি করতে হচ্ছে। এই যে অসত্য তথ্য ও পরিসংখ্যান, তাতে দেশের ক্ষতি হওয়ার পাশাপাশি সরকারও বিভ্রান্ত হচ্ছে। সরকার প্রকৃত চিত্র না পাওয়ায় যথাযথ পদক্ষেপ নিতে পারছে না। একশ্রেণীর কর্মকর্তা সরকারকে তুষ্ট করার জন্য এ ধরনের পরিসংখ্যানগত উন্নয়ন চিত্র তুলে ধরছে। এটা যে দেশের সার্বিক উন্নয়নের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াচ্ছে, তা তারা উপলব্ধি করলেও শুধুমাত্র বাহবা নেয়ার জন্য সত্যটা প্রকাশ না করে দেশের ক্ষতি করছে। পরিসংখ্যানগত ভুলের কারণে অনেক ক্ষেত্রে সরকারের গৃহীত পদক্ষেপ পিছিয়ে যাচ্ছে। বিশেষজ্ঞ ও অর্থনীতিবিদরা এ নিয়ে অনেক সমালোচনা করলেও সরকার তা আমলে নেয় না।
পর্যবেক্ষকরা মনে করছেন, বিদ্যুৎ খাতের অনিয়ম ও দুর্নীতি নিয়ে যে দুইজন আমলা প্রতিবেদন দিয়েছেন, তা এ খাতের প্রকৃত চিত্র। সত্যচিত্র তুলে ধরায় তাদেরকে শাস্তি পেতে হয়েছে। সত্য বলার খেসারত দিতে হয়েছে। তাদের ক্ষেত্রে এ প্রবাদটিকেই প্রতিষ্ঠিত করা হয়েছে, ‘সত্য কথার ভাত নাই’। এর মাধ্যমে সত্যচিত্র প্রকাশে প্রশাসনকে সংকোচের মধ্যে ঠেলে দেয়া হয়েছে। অসত্যকে প্রশ্রয় দেয়া হয়েছে। অথচ তাদেরকে সম্মানিত ও ‘হিরো’ হিসেবে আখ্যায়িত করা প্রয়োজন ছিল বলে পর্যবেক্ষকরা মনে করছেন। বলার অপেক্ষা রাখে না, প্রশাসনে এখনো সত্যচিত্র তুলে ধরার মানসিকতা যাদের রয়েছে, উপরোক্ত দুজনকে শাস্তি দেয়ার দৃষ্টান্ত স্থাপন করে তাদের মধ্যে চাকরিচ্যুতির ভয় ঢুকিয়ে দেয়া হয়েছে। এটা খুবই দুর্ভাগ্যজনক। বাস্তবতা হচ্ছে, সরকারকে যদি দেশের উন্নয়নের প্রকৃত চিত্র না দেয়া হয়, তাতে সরকারকেই বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়তে হয়। এর উদাহরণ হচ্ছে, যে রিজার্ভ নিয়ে সরকার গর্ব করত, তা বিগত বছরগুলোর তুলনায় সর্বনি¤œ অবস্থায় এসে দাঁড়িয়েছে। আমরা মনে করি, দেশের উন্নয়নচিত্র তুলে ধরার ক্ষেত্রে প্রকৃত পরিসংখ্যান ও তথ্যের মধ্যে হুবহু প্রতিফলন থাকা উচিৎ। বেশি বেশি দেখিয়ে বাহবা নেয়ার প্রবণতা থেকে বের হয়ে আসা জরুরি। এতে সরকার যেমন উন্নয়নের ক্ষেত্রে সঠিক পদক্ষেপ নিতে পারবে, তেমনি উন্নয়ন টেকসই হবে।
বিভাগ : সম্পাদকীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
আলোচিত ওয়ান-ইলেভেনের ১৮ বছর আজ
মেসির সঙ্গে প্রেমের গুঞ্জন উড়িয়ে দিলেন সেই সাংবাদিক
দেশের মানুষ হাসিনার ফাঁসি চায় :ভোলায় সারজিস আলম
জীবনযাত্রা ব্যয় আরো বাড়তে পারে
সাবেক ওসি শাহ আলমকে ধরতে সারা দেশে রেড অ্যালার্ট
মনে হচ্ছে পারমাণবিক বোমা ফেলা হয়েছে লস অ্যাঞ্জেলেসে
খালেদা জিয়ার চিকিৎসা ভালোভাবেই হচ্ছে
চাল ও মুরগির বাজার অস্থিতিশীল
সামরিক খাতে বাংলাদেশকে সহায়তা করতে চায় তুরস্ক
মানুষ জবাই করা আর হাত-পা ভেঙে দেয়ার নাম তাবলিগ নয় :জুমার খুৎবা-পূর্ব বয়ান
মুজিব কোট এখন ‘বাচ্চাদের পটি’
সীমান্তে প্রতিরোধ ব্যূহ
গণঅভ্যুত্থানে শহীদ আরও ৬ জনের লাশ ঢামেক মর্গে
মালয়েশিয়ায় এনআইডি ও স্মার্ট কার্ড সেবা কার্যক্রম চালু হচ্ছে
সাংবাদিক মিজানুর রহমান খানের চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ শনিবার
ক্র্যাবের সভাপতি তমাল, সাধারণ সম্পাদক বাদশাহ্
মুকসুদপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দু’গ্রুপে সংঘর্ষ : আহত ২৫
ভারতকে গুরুত্বপূর্ণ আঞ্চলিক সহযোগী মনে করে তালেবান
মাইনাস টু ফর্মুলার আশা কখনো পূরণ হবে না : আমীর খসরু মাহমুদ চৌধুরী
গাজীপুর কারাগারে শ্রমিক লীগ নেতার মৃত্যু