কৃষি-শিল্পে উৎপাদন বাড়াতে হবে
বাংলাদেশ মূলত আমদানিনির্ভর দেশ। সেলাই মেশিনের সুচ থেকে শুরু করে সেভিং ব্লেড পর্যন্ত আমদানি করতে হয়। আমদানিতে বিপুল অর্থ ব্যয় হয়। উন্নতি ব্যাহত হয়। দেশে যেটুকু পণ্য উৎপাদন হয়, তার উৎপাদন হার খুব কম। মোট উৎপাদনের পরিমাণ কম। তাই উৎপাদন ব্যয় বেশি, মূল্যও অধিক। বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকা কঠিন হচ্ছে। কৃষিপণ্যের বিষয়ে আলোচনা করা হলেই বিষয়টি প্রমাণিত হবে। বাংলাদেশ কৃষিনির্ভর...