পারিবারিক বন্ধন জোরদার করুন
ভালোবাসা, মায়া, মমতার সন্ধিস্থল হলো পরিবার। এই পরিবারেই শিশু জন্মে, বড় হয়, কৈশোর পার করে যৌবনে পদার্পণ করে। এর ধারাবাহিকতায় প্রৌঢ়ত্ত্বের ছোঁয়া এসে তাকে বৃদ্ধ বানিয়ে দেয় এবং জীবনের অবসান ঘটে। এখানেই মানুষ নৈতিকতা শেখে। ভালোবাসার মর্মবাণী উপলব্ধি করে। মায়ার বাঁধনে বাঁধার দীক্ষা লাভ করে। এখানেই সে ন্যায়-অন্যায়, হিংস্রতা-বিনয়, সংগতি-অসংগতি, উচিত-অনুচিত বিষয় সম্পর্কে আত্মিক পূর্ণতা লাভ করে। হাসি-কান্না, সুখ-দুঃখ, শান্তি-অশান্তি,...