অবৈধ পার্কিং নগরের ক্যান্সার
শহরের প্রতিটি রাস্তা এখন এক নিঃশব্দ যুদ্ধক্ষেত্র, যেখানে অবৈধ পার্কিং অদৃশ্য সন্ত্রাসের রূপ নিয়েছে। ব্যক্তিগত গাড়ি, রিকশা, ট্রাক সবাই যেন রাস্তার ওপর আধিপত্য কায়েম করে রেখেছে। ফুটপাত পরিণত হয়েছে গাড়ির অস্থায়ী গ্যারেজে, আর মূল সড়ক রূপ নিয়েছে অচল যানজটে। এই বিশৃঙ্খলা শুধুই যানজটের কারণ নয়, এটি নাগরিক জীবনের নিত্যদিনের শ্বাসরুদ্ধকর বাস্তবতা, যার সাথে যুদ্ধ করেই জীবন চলছে নগরবাসীর। ফুটপাত দখল...