বলিউডে কারিনা কাপুরের ২৫ বছর
২০ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৪৬ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৪৬ পিএম

বলিউডে পায়ের নীচে শক্ত জমি পাওয়া কঠিন। সেখানে দর্শক যেমন অভিনেতাকে আপন করে নিতে পারেন। তেমনই, এক ঝটকায় কাউকে দূরে সরিয়ে দিতেও সময় লাগে না। তবু সম্প্রতি বলিউডে অভিনয় জীবনের ২৫ বছর পূর্ণ করেছেন অভিনেত্রী কারিনা কাপুর খান। তার ২৫ বছরের মাইলফলককে সহজভাবে দেখতে নারাজ এই অভিনেত্রী। বলিউডে দীর্ঘ ক্যারিয়ার নিয়ে নিজের উপলব্ধি কী অনুরাগীদের সঙ্গে শেয়ার করেছেন তিনি।
কারিনা বলেন, ‘‘এখনও মনে হয় যেন গতকালই জীবনের প্রথম শট দিলাম। ক্যামেরার সামনে দাঁড়ানোর জন্য এখনও আমার মধ্যে সেই একই রকম লোভ কাজ করে। একই রকম স্ফূর্তি এবং প্রয়োজনীয়তা অনুভব করি।’’
তবে, বলিউডে চিরকাল জায়গা পাকা থাকে না বলেই মনে করেন কারিনা। কারিনারর মতে, সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে বদলাতেও হবে। তার কথায়, ‘‘১০ বছর টিকে গেলে, পরের ভাবনা। প্রাসঙ্গিক থাকার জন্য নিজেকেও বদলানোর প্রয়োজন। কিন্তু পুরুষশাসিত এই ইন্ডাস্ট্রিতে সেটা সত্যিই কঠিন। ’’
দীর্ঘ ২৫ বছরে কারিনা বহু ‘সুপারস্টারের’ সঙ্গে অভিনয় করেছেন। সাফল্য পেয়েছেন। তবে কারিনা মনে করেন, এরই পাশাপাশি তিনি এমন বহু ছবিও করেছেন যেখানে তার ‘অভিনেত্রী’ সত্তাও ফুটে উঠেছে। কারিনার কথায়, ‘‘প্রতি পাঁচ বছর অন্তর আমি নিজের কাজের বিশ্লেষণ করি। তারপর মনে হয়, এবার আমার নতুন কিছু করা উচিত।’’
এদিকে আগামী বছর বলিউডের সবচেয়ে বড় বাজেটের সিনেমায় অভিনয়ের জন্য ইতোমধ্যেই চুক্তি স্বাক্ষর করে ফেলেছেন কারিনা। গোটা ভারতজুড়ে মুক্তি পেতে চলেছে সিনেমাটি। এখন একেবারে প্রাথমিক পর্যায়ে রয়েছে সিনেমার পরিকল্পনা কিন্তু কারিনার চরিত্রটি হতে চলেছে একেবারে অন্যরকম। এর আগে এই ধরনের চরিত্রে দর্শক নাকি ভাবতেও পারেননি অভিনেত্রীকে। এই চরিত্রে অভিনয়ের মাধ্যমে এই প্রথম বড় চ্যালেঞ্জ নিতে চলেছেন কারিনা।
এছাড়া সম্প্রতি প্রযোজক হিসেবে প্রথমবার আত্মপ্রকাশ করেছেন কারিনা। পাশাপাশি কোনও থ্রিলার সিনেমায় গোয়েন্দার চরিত্রেও প্রথমবার পর্দায় দেখা গিয়েছে অভিনেত্রীকে। মুক্তি পেয়েছে ‘দ্য বাকিংহাম মার্ডার্স’ এ সিনেমায় একাধারে তিনি একজন মা আবার একজন গোয়েন্দা। বাকিংহামের এক মৃত্যুর রহস্য সমাধান করতে দেখা যায় অভিনেত্রীকে। সন্তান হারানোর পর কীভাবে কারিনা সত্য সন্ধানে পুলিশের সঙ্গে কাজ শুরু করেন তারই ঝলক তুলে ধরা হয়েছে সিনেমাটিতে।
উল্লেখ্য, ২০০০ সালে জেপি দত্ত পরিচালিত ‘রিফিউজি’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন কারিনা কাপুর। এরপর থেকে তাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। কাপুর পরিবারের মেয়ে এবং নবাব পরিবারের বধূ কারিনা। মা হওয়ার পরেও বলিউডে দাপটের সঙ্গে এগিয়ে চলেছেন।
বিভাগ : বিনোদন
মন্তব্য করুন
আরও পড়ুন

সম্প্রীতির দেশে আগুন লাগাতে চায় এরা কারা

অর্থনীতিতে আমরা স্বস্তির জায়গায় রয়েছি : গভর্ণর

উৎসবের নামে মুসলিমদের শিরকের পথে ঠেলে দিচ্ছে সরকার

নির্বাচন নইলে আন্দোলন

প্রধান উপদেষ্টার নেতৃত্ব বাংলাদেশের জন্য সমৃদ্ধি বয়ে আনবে : আমিরাতের প্রেসিডেন্ট

জুলাই ফাউন্ডেশনের অর্থ আত্মসাৎ, নাগরিক কমিটির নেত্রী কারাগারে

কালুরঘাট সেতুসহ ভিত্তি প্রস্তর স্থাপনের জায়গা পরিদর্শন রেল সচিবের

মডেল মেঘনা কারাগারে

ফিলিস্তিনের জনগণের পক্ষে ঐক্য গড়ে তোলার আহবান গণসংহতি আন্দোলনের

আসিয়ান অঞ্চলের বৃহত্তর স্বার্থে রোহঙ্গা সংকটের দ্রুত সমাধান দরকার :আসিয়ান অঞ্চলের বিশেষজ্ঞদের অভিমত

মানুষের অধিকার আদায়ে যারা রাজপথে লড়াই করে, তাদের নিঃশেষ করা যায় না : নূরুল ইসলাম বুলবুল

কিডনির পাথর অপসারণ বিষয়ে ডা. রফিকের আধুনিক চিকিৎসার প্রেজেন্টেশন উপস্থাপন

মহেশপুরে বাংলাদেশি যুবককে পিটিয়ে মারল বিএসএফ

হানিফ ফ্লাইওভারে গাড়িচাপায় নারী নিহত

সেই ‘ক্রিম আপা’ কারাগারে

জলবায়ু ধর্মঘট পালিত

অন্তর্বর্তী সরকারের ৫ বছর ক্ষমতায় থাকার কোন অধিকার নেই : সেলিমা রহমান

সোমবার দেশে ফিরবেন বিএনপি মহাসচিব

ভারতের সাথে সকল চুক্তি পর্যালোচনা করার দাবি সাইফুল হকের

ফাঁদে আটকাচ্ছে না প্রশস্ত চাকার অটোরিকশা