সাইফের আততায়ী নিয়ে নতুন ষড়যন্ত্র, সামাজিক মাধ্যমে নেটিজেনদের ক্ষোভ
০৭ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০০ এএম | আপডেট: ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০০ এএম

বলিউডের ছোট নবাব সাইফ আলী খানের ওপর হামলার ঘটনার নতুন মোর সামনে এসেছে। মুম্বাই পুলিশের দাবি, এ মামলার মূল অভিযুক্ত শরিফুল ইসলাম শেহজাদের শনাক্তকরণের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। জানা যায়, গত ১৬ জানুয়ারি রাতে প্রত্যক্ষদর্শীদের দিয়ে শনাক্ত করানো হয়েছে। সাইফ মামলার অন্যতম প্রত্যক্ষদর্শী জেহর আয়া এবং নার্স এলিয়ামা ফিলিপে অভিযুক্ত ব্যক্তিকে শনাক্ত করতে কারাগারে গিয়েছিলেন বলে জানিয়েছে পুলিশের একটি সূত্র। সেখানে পুলিশ দাবি করে যে, তাঁরা নিশ্চিত শরিফুলই সাইফের আততায়ী।
সাম্প্রতিক সময়ে গত ১৬ জানুয়ারি রাতে সাইফ আলী খানের ওপর অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি হামলা করেছিলেন। সেসময় অভিযুক্ত হিসেবে বান্দ্রা পুলিশ শরিফুল ইসলামকে গ্রেপ্তার করেন। মুম্বাই পুলিশের দাবি অনুযায়ী, শরিফুল বাংলাদেশের নাগরিক। চোরাই পথে তিনি ভারতে প্রবেশ করেছিলেন। শরিফুল এখন বিচার বিভাগীয় হেফাজতে আছেন। বর্তমানে তাঁর ঠিকানা মুম্বাইয়ের আর্থার রোড জেল।
চলতি মাসের ৫ ই ফেব্রুয়ারি (বুধবার) আর্থার রোড জেলে সাইফ হামলার অভিযুক্ত শরিফুলের শনাক্তকরণ প্যারেডের ব্যবস্থা করা হয়েছিল। অভিযুক্ত ব্যক্তিকে শনাক্ত করতে সাইফ-কারিনার বাসার পরিচারিকা, গৃহকর্মী এবং জেহর আয়া কারাগারে গিয়েছিলেন বলে জানা যায়। শনাক্তকরণ প্যারেডের সময় প্রায় একই চেহারার অন্য কয়েদিদের সঙ্গে শরিফুলকে দাঁড় করানো হয়েছিল।
এসময় সাইফের বাসার পরিচারিকা ও গৃহকর্মীরা অন্য কয়েদিদের মধ্য থেকে শরিফুলকে চিনতে পেরেছেন। আর তাঁরা নিশ্চিত করেছেন যে ১৬ জানুয়ারি রাতে শরিফুলই সাইফের ওপর হামলা করেছিলেন। শনাক্তকরণ প্যারেডের সময় শরিফুলকে শনাক্ত করতে নার্স এলিয়ামা ফিলিপ এবং সাইফ-কারিনার ছোট ছেলে জেহর আয়া জুনু উপস্থিত ছিলেন বলে জানা গেছে। সাইফের ওপর হামলার এই দুই মূল প্রত্যক্ষদর্শী শরিফুলকে চিনতে পেরেছেন বলে জানা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যম এবং সংবাদমাধ্যমে চর্চা ছিল যে পুলিশ এ মামলার অভিযুক্ত হিসেবে ভুল মানুষকে গ্রেপ্তার করেছে।
যদিও অনেকের দাবি ছিল যে সাইফের আবাসনের সিসিটিভি ফুটেজের ব্যক্তি আর গ্রেপ্তার হওয়া শরিফুলের কোনো মিলই নেই।
তাছাড়া শরিফুলের বাবা রুহুল আমিন ফকির একটি সাক্ষাৎকারে জানিয়েছিলেন যে সিসিটিভি ফুটেজে যাকে দেখা যাচ্ছে, তিনি তাঁর ছেলে কখনোই নন। মুম্বাই পুলিশ এ মামলার অভিযুক্ত হিসেবে যাকে গ্রেপ্তার করেছে, তিনিই তাঁর ছেলে বলে দাবি করেছিলেন ঝালকাঠির বাসিন্দা রুহুল আমিন।
সম্প্রতি বান্দ্রা পুলিশ শরিফুলের ‘ফেস রিকগনিশন’-এর রিপোর্ট হাতে পেয়েছে। এ রিপোর্ট পজিটিভ এসেছে বলে জানা গেছে। ফরেনসিক টিম এ রিপোর্টে বলেছে যে সাইফের বিল্ডিংয়ের সিঁড়ির সিসিটিভি ফুটেজে যে ব্যক্তিকে দেখা যাচ্ছে, তাঁর সঙ্গে গ্রেপ্তার হওয়া শরিফুল ইসলামের হুবহু মিল আছে।
এদিকে বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে ক্ষোভ জানিয়েছে নেটিজেনরা। একেক সময় একেক ধরনের কথাবার্তা তাদের মধ্যে সন্দেহের সৃষ্টি করেছে। একজন ফেসবুক ব্যবহারকারী লিখেছেন, 'হিন্দুত্ববাদীদের বলি হচ্ছেন শরিফুল'। আরেকজন লিখেছেন, ' ভন্ডামির একটা সীমা থাকা দরকার'। আলামিন নামে একজন লিখেছেন,' এগুলো সব ভারতের ষড়যন্ত্র'।
বিভাগ : বিনোদন
মন্তব্য করুন
আরও পড়ুন

সম্প্রীতির দেশে আগুন লাগাতে চায় এরা কারা

অর্থনীতিতে আমরা স্বস্তির জায়গায় রয়েছি : গভর্ণর

উৎসবের নামে মুসলিমদের শিরকের পথে ঠেলে দিচ্ছে সরকার

নির্বাচন নইলে আন্দোলন

প্রধান উপদেষ্টার নেতৃত্ব বাংলাদেশের জন্য সমৃদ্ধি বয়ে আনবে : আমিরাতের প্রেসিডেন্ট

জুলাই ফাউন্ডেশনের অর্থ আত্মসাৎ, নাগরিক কমিটির নেত্রী কারাগারে

কালুরঘাট সেতুসহ ভিত্তি প্রস্তর স্থাপনের জায়গা পরিদর্শন রেল সচিবের

মডেল মেঘনা কারাগারে

ফিলিস্তিনের জনগণের পক্ষে ঐক্য গড়ে তোলার আহবান গণসংহতি আন্দোলনের

আসিয়ান অঞ্চলের বৃহত্তর স্বার্থে রোহঙ্গা সংকটের দ্রুত সমাধান দরকার :আসিয়ান অঞ্চলের বিশেষজ্ঞদের অভিমত

মানুষের অধিকার আদায়ে যারা রাজপথে লড়াই করে, তাদের নিঃশেষ করা যায় না : নূরুল ইসলাম বুলবুল

কিডনির পাথর অপসারণ বিষয়ে ডা. রফিকের আধুনিক চিকিৎসার প্রেজেন্টেশন উপস্থাপন

মহেশপুরে বাংলাদেশি যুবককে পিটিয়ে মারল বিএসএফ

হানিফ ফ্লাইওভারে গাড়িচাপায় নারী নিহত

সেই ‘ক্রিম আপা’ কারাগারে

জলবায়ু ধর্মঘট পালিত

অন্তর্বর্তী সরকারের ৫ বছর ক্ষমতায় থাকার কোন অধিকার নেই : সেলিমা রহমান

সোমবার দেশে ফিরবেন বিএনপি মহাসচিব

ভারতের সাথে সকল চুক্তি পর্যালোচনা করার দাবি সাইফুল হকের

ফাঁদে আটকাচ্ছে না প্রশস্ত চাকার অটোরিকশা