অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জনে মুখ খুললেন মাহিরা
গত বছর অক্টোবর মাসে নতুন জীবনে পা দেন পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান। শিল্পপতি সেলিম করিমের সঙ্গে ঘর বাঁধেন তিনি। অভিনেত্রীর প্রথম বিয়ের ভাঙার পর একটা লম্বা সময় সেলিমের সঙ্গে সম্পর্কে ছিলেন। শেষে সেলিমের সঙ্গে ফের সংসার পাতার সিদ্ধান্ত নেন অভিনেত্রী। বিয়ের মাস তিনেকের মধ্যে নাকি অন্তঃসত্ত্বা হন মাহিরা। ছাড়তে হয় নেটফ্লিক্সে ‘জো বাঁচে সঙ্গ সামেট শো’ সিরিজের কাজ। গত কয়েকদিন...